X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্যাটিংয়ে শীর্ষে এনামুল, বোলিংয়ে ফরহাদ রেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২২:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২২:০৫

এনামুল হক ও ফরহাদ রেজা ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শেষ হয়েছে গত রবিবার। ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে বিপিএলের পঞ্চম আসর শেষে।

পঞ্চম রাউন্ড শেষে ব্যাটিংয়ের সেরা পাঁচে আধিপত্য খুলনা ও রংপুর বিভাগের। ৫ ম্যাচে ৫৯.৫৭ গড়ে ৪১৭ রান করে তালিকার শীর্ষে রয়েছেন খুলনার এনামুল হক। ৭ ইনিংসের একটিতে ডাবল সেঞ্চুরিও রয়েছে এনামুলের। লিগের উদ্বোধনী ম্যাচে রংপুরের বিপক্ষে ২১৬ রান করেছিলেন তিনি।

তবু আরও ভালো খেলতে না পারার আক্ষেপ এনামুলের কণ্ঠে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘যতটুকু করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আরও দুই-একটা বড় ইনিংস খেলতে পারলো ভালো লাগতো। বিপিএলের পর শেষ রাউন্ডের দুই ইনিংসে সেই চেষ্টাই থাকবে। আপাতত আমার লক্ষ্য বিপিএলে ভালো খেলা।’

ব্যাটিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খুলনার আরেক ব্যাটসম্যান তুষার ইমরান। ৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৩৭৪ রান, সর্বোচ্চ ১৩২, গড় ৬২.৩৩।

রংপুরের নাঈম ইসলাম ৩৬৮ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। ৫ ম্যাচের একটিতে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দুই সেঞ্চুরিতে ৯২.০০ গড়ে নাঈম করেছেন ৩৬৮ রান। তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ২১৬।

রংপুরের আরেক ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ আছেন তালিকার চার নম্বরে। ৫ ম্যাচে ১১২.৩৩ গড়ে ৩৩৭ রান করেছেন তিনি। শুভর সর্বোচ্চ ইনিংস ১৪৫।

রাজশাহীর জুনায়েদ সিদ্দিক পঞ্চম স্থানে আছেন। ৫ ম্যাচে তার রান ৩৩১, গড় ৫৫.১৬, সর্বোচ্চ ৮৯ রান।

বোলারদের মধ্যে ৫ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন ফরহাদ রেজা। রাজশাহীকে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠিয়ে আনতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। যদিও ব্যাটিং ভালো করতে না পেরে তিনি কিছুটা হতাশ, ‘আরও ভালো করার সুযোগ ছিলো। বোলিংয়ে আমি শতভাগ সন্তুষ্ট, কিন্তু ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে।’ বিপিএলের আগের সময়টা তাই কঠোর অনুশীলনের লক্ষ্য ফরহাদের।

১৭ উইকেট নিয়ে বোলিং তালিকায় দুইয়ে আছেন নিহাদুজ্জামান। এইচপি দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ায় প্রথম রাউন্ডে খেলতে পারেননি এই তরুণ অলরাউন্ডার। দেশে ফিরে ঢাকা মেট্রো দলে যোগ দিয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স তার।

খুলনা বিভাগের অধিনায়ক আব্দুর রাজ্জাকও পেয়েছেন ১৭ উইকেট। এই বাঁহাতি স্পিনার বোলিং করেছেন ২০৬ ওভার।

চার ম্যাচে ১৪ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর স্পিনার মোহাম্মদ শরীফউল্লাহর অবস্থান চতুর্থ।

শরীফউল্লাহর সমান ১৪ উইকেট পেয়েছেন বরিশাল বিভাগের মনির হোসেন ও খুলনার পেসার আল-আমিন। চলতি আসরে সেরা বোলিং মনিরের। খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৮৫ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭০ রানে দুই উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়