X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রেরণা চার বছর আগের জয়

তানজীম আহমেদ
১৯ অক্টোবর ২০১৭, ১২:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১২:০৩

অনুশীলনে শিষ্যদের নির্দেশনা দিচ্ছেন কোচ মাহবুব হারুন তিন ম্যাচের তিনটিতেই হেরে হতাশায় শেষ হয়েছে গ্রুপ পর্ব। বাংলাদেশের সামনে এখন এশিয়া কাপের স্থান নির্ধারণের লড়াই। আজ চীনকে হারাতে পারলে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবে স্বাগতিক দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত আটটায়।
চীনের বিপক্ষে অনুপ্রেরণার জন্য বাংলাদেশকে চার বছর পেছনে তাকাতে হচ্ছে। ২০১৩ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগে চীনকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল লাল-সবুজের দল। সেদিন বাংলাদেশের তিন গোলদাতা মামুনুর রহমান চয়ন, মইনুল ইসলাম কৌশিক ও পুস্কর খিসা মিমো বর্তমান দলে রয়েছেন। এই তথ্যও যথেষ্ট অনুপ্রেরণাদায়ী। যদিও এই চার বছরে দুই দল আর আগের জায়গায় নেই। বাংলাদেশের পারফরম্যান্সে ভাটার টান, অন্যদিকে চীন ক্রমেই উন্নতি করে চলেছে।

চার বছর আগের সেই ম্যাচে বাংলাদেশের কোচ ছিলেন মাহবুব হারুন। ঘরের মাঠের এশিয়া কাপেও তার কাঁধেই কোচিংয়ের দায়িত্ব। চীন ম্যাচকে সামনে রেখে তিন দিন ধরে মাহবুব হারুন প্রস্তুত করছেন দলকে, ভিডিও দেখে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের চোখ ছিল স্থান নির্ধারণী ম্যাচের দিকে। বৃহস্পতিবার লক্ষ্যপূরণের কাজ শুরু। আমি আশাবাদী, ছেলেরা আমার নির্দেশনা অনুযায়ী খেলতে পারবে। চীনকে হারালে আমাদের অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত। চীন ফুল প্রেসে খেলে থাকে। এই ফুল প্রেস কীভাবে মোকাবেলা করতে হয়, তা ছেলেদের শেখানো হয়েছে। চীনের আক্রমণ করার পদ্ধতি নিয়েও বিশেষ অনুশীলন হয়েছে। দিল্লির ম্যাচের মতো খেলতে পারলে ফল ইতিবাচক হবে।’

গ্রুপ পর্বের ব্যর্থতা পেছনে ফেলে কোচ তাকিয়ে সামনের দিকে, ‘গত তিন ম্যাচে আমাদের মনঃসংযোগে সমস্যা ছিল। ওই তিন ম্যাচের কথা ভুলে নতুন করে শুরুর নির্দেশনা দিয়েছি ছেলেদের। চীনকে হারাতে পারলে আগের সব ব্যর্থতা সবাই ভুলে যাবে। আমি আশাবাদী, ইনশাল্লাহ আমরাই জিতবো। আমার বিশ্বাস, ছেলেরা নিজেদের উজাড় করে দিয়ে হকিপ্রেমীদের খুশি করতে পারবে।’

বাংলাদেশের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও আশাবাদী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা আট দলের মধ্যে পঞ্চম অথবা ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলছি। চীনের বিপক্ষে জিততে পারলে লক্ষ্যপূরণ হবে। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। যেহেতু ডু অর ডাই ম্যাচ, তাই আমাদের টিম অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের শুধু নিজেদের উজাড় করে খেলতে হবে।’

গ্রুপ পর্বের বাজে পারফরম্যান্স নিয়ে জিমির ব্যাখ্যা, ‘একটি দলের পারফরম্যান্সে উত্থান-পতন থাকতেই পারে। চীনের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফল পাবো, আর না পারলে বলতে হবে দুর্ভাগ্য। গ্রুপ পর্বের তিনটা ম্যাচ খারাপ গেছে। এই ম্যাচ দিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

দেশের ক্রীড়াপ্রেমীরাও জিমি-চয়নদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আজকের ম্যাচের দিকে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন