X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তানভীরের ব্যাটে জয় পেলো বাংলাদেশ ‘এ’ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৮:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:০২

তানভীরের ব্যাটে জয় পেলো বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অনানুষ্ঠানিক এই ওয়ানডেতে আইরিশদের ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে শেষ পর্যন্ত ধৈর্য্যের পরিচয় দিয়ে জয় ছিনিয়ে আনেন লেগ স্পিনার ও মিডল অর্ডার ব্যাটসম্যান তানভীর হায়দার। ৬ নম্বরে নেমে অপরাজিত ছিলেন ৬১ রানে।এই জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।

কক্সবাজারে টস জিতে শুরুতে ব্যাট করে ১৯৬ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। আইরিশদের অনেক ব্যাটসম্যান ভালো শুরু পেলেও থিতু হতে পারেননি শেষ পর্যন্ত। তবে সর্বোচ্চ রানটা আসে সিমি সিংয়ের ব্যাট থেকে। ৩টি চার ও একটি ছয়ে ৩৩ রান করেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং গত মে মাসে অনুষ্ঠিত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন।

১৯৫ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সানজামুল ইসলাম। বিনিময়ে ৯.১ ওভারে ৩৩ রান খরচ করেন তিনি। এছাড়া ২৫ রানে ৩ উইকেট নেন আবুল হাসান।

জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ১১৪ রানে হারিয়ে বসে ৬ উইকেট।  তখন ধুঁকতে থাকা বাংলাদেশের হাল ধরেন তানভীর ও সানজামুল। সপ্তম উইকেটে গড়েন ৪২ রান। এরপর সানজামুল ১৬ রানে বিদায় নেন। তারপরেও মনোযোগ হারাননি তানভীর। লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত। অষ্টম উইকেটে ফের গড়েন ৪০ রানের জুটি। তার সঙ্গে ১০ রানে ক্রিজে ছিলেন আবুল হাসান। হায়দার ৯১ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে। যাতে ছিল ৮টি চার।   এর আগে অবশ্য দায়িত্বশীল ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  বিদায় নেওয়ার আগে করেন ৪৪ রান।  তবে শেষ দিকে বাংলাদেশ হায়দারের ব্যাটে ভর করে জয় পায় ৪৬.৩ ওভারে।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!