X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যুবাদের ব্যাটিং কোচ মিথুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২১:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:৩১

যুবাদের ব্যাটিং কোচ মিথুন মানাস ২০১৮ সালে নিউজিল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ যুব দল সুযোগ পাবে এশিয়া কাপে খেলার। আট দলের এই টুর্নামেন্টটি চলতি বছরের ৯ থেকে ২০ নভেম্বর বসবে মালয়েশিয়ায়। এশিয়া কাপের লড়াইয়ের আগে বাংলাদেশ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মিথুন মানাসকে।

বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্টেকে সামনে রেখে ঘর গোছানো শুরু করেছে বিসিবি। দিনকয়েক আগে আফগানিস্তান খেলে গেছে বাংলাদেশের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-২ ব্যবধানে। দেশের মাটিতে এই সিরিজে বাংলাদেশের যুবারা সবচেয়ে ভুগেছে ব্যাটিংয়ে।

সেই ভুলগুলো শোধরানোর কাজটা দ্রুত সময়ে করতেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মিথুনকে নিয়ে এসেছে বিসিবি। অস্ট্রেলিয়ার ডেমিয়েন রাইট যুব দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাফল্য না আসায় বিসিবি নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ দিলো এবার।

ভারতীয় কোচ মিথুন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ পর্যন্ত সাইফদের নিয়ে কাজ করবেন। বৃহস্পতিবার যুবাদের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার এক ফাঁকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার লক্ষ্যের কথা, ‘ক্রিকেটারদের মানসিকভাবে ভালো অবস্থানে নিয়ে যাওয়াই হবে আমার কাজ। বিশেষ করে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই আমার মূল লক্ষ্য। সমস্যাগুলো ধরিয়ে দিতে পারলে সর্বোচ্চ লেভেলে খেলার সুযোগ তৈরি হবে।’

উপমহাদেশের দলগুলোকে নিউজিল্যান্ড সফরে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সেদিক থেকে বাংলাদেশের চ্যালেঞ্জেটা আরও কঠিন। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় পাবেন কিনা, এমন প্রশ্নে এই ব্যাটিং কোচ বলেছেন, ‘আমাদের হাতে তিন মাস সময় রয়েছে। অল্প সময়ে কাজটা চ্যালেঞ্জিং। তাছাড়া উপমহাদেশের উইকেট আর নিউজিল্যান্ডের উইকেট অনেকটাই ভিন্ন। চেষ্টা থাকবে এর মধ্যেই ছেলেদের যথাযথভাবে প্রস্তুত করার।’

৩৮ বছর বয়সী ভারতীয় কোচ ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৫.৮২ গড়ে রান করেছেন ৯,৭১৪। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে তার রান ৪,১২৬। ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে গেছেন চলতি বছরই। আইপিএল খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, চেন্নাই সুপার কিংস ও পুনে ওয়ারিয়র্সের হয়ে। কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক