X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চীনকে হারানোর পর পঞ্চম স্থানের লড়াইয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২২:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২৩:৫৬

শুটআউটে ছিল চরম উত্তেজনা। আট সেকেন্ডে প্রতিপক্ষের গোলকিপারকে হারাতে হবে বাংলাদেশকে। শেষপর্যন্ত নিজেদের টার্ফে সেই অসাধ্য সাধন করে ইতিহাস গড়েছে লাল-সবুজরা। বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর শুটআউটে চীনকে হারিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যবধানটা ছিল ৪-৩। এই জয়ের ফলে বাংলাদেশ দলকে আর সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে না। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার বিকালে জাপানের মুখোমুখি হতে হবে।

শুটআউটে চীনকে হারাল বাংলাদেশ এর মধ্যদিয়ে এশিয়ান গেমসে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে বাংলাদেশ। শুটআউটে স্বাগতিকদের ফরহাদ আহমেদ শিটুল, নাইম উদ্দীন, পুস্কর খীসা মিমো ও রাসেল মাহমুদ জিমি গোল করেছেন। শুধু সোহানুর  রহমান সবুজ বল মারেন বাইরে। চীনের মেং দিহাও, জিও জিয়াং, অও ইয়াং গোল করেছেন। আর সুওঝুকে এবং জুও জিয়াওপিংয়েরর হিট আবু সাইদ নিপ্পন রুখে দিয়ে দলের জয়ে সহায়ক ভূমিকা রাখেন।

অবশ্য এই ম্যাচ শুরুর আগে অঝোর ধারায় নেমেছিল বৃষ্টি। তারপরেও ঝুম বৃষ্টিতে চীনের বিপক্ষে  শুরুতে ভাল খেলতে থাকে বাংলাদেশ। স্বাগতিকদের শুরুটা ছিল আশা জাগানিয়া। ৩ মিনিটে জিমির স্কুপ থেকে পুস্কর খীসা মিমোর রিভার্স ফ্লিক সাইড পোস্টে লেগে ফিরে না আসলে তখনই গোল আসতে পারতো। এরপরেও ম্যাচের একপর্যায়ে  বাংলাদেশ একের পর এক সুযোগ পেয়ে হেলায় হারিয়েছে। বিপরীতে চীন পরিকল্পিত খেলে তিন গোল আদায় করে নিয়েছে। পেনাল্টি কর্নার থেকেই এসেছে সবগুলো গোল। দীর্ঘদেহী ডু তালাকই বাংলাদেশের সর্বনাশ করেছেন।  তিনটি গোল এসেছে তার স্টিক থেকে।

বাংলাদেশ ফাঁকে-ফাঁকে আক্রমণে গেলেও গোল মিসের মহড়া দিয়েছে। বেশিরভাগ সময়জুড়ে জিমি-পুস্কর-কৌশিকরা সার্কেলের মধ্যে ঢুকে পড়ে কোনসময় খেই হারিয়ে ফেলেছেন, আবার পোস্টে ঠিকমতো হিট নিতে পারেননি। ১৬ মিনিটে ষষ্ঠ পেনাল্টি কর্নার থেকে ডু তালাকে চীনকে প্রথম গোল এনে দেন। সপ্তম পেনাল্টি কর্নার থেকে ডু তালাকে দ্বিতীয় গোল করেন।২৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশ ব্যবধান কমিয়ে আনে। রোমানকে ফেলে দেন মেং দিয়াও। আশরাফুল গোলাকিপারের ডান দিক থেকে বল পোস্টে রাখেন। ২৮ মিনিটে চীন ৩-১ এ এগিয়ে যায়। ডু তালাক ড্রাগ অ্যান্ড পুশে ৩-১ করেন।  এরপর শেষ কোয়ার্টারেই বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফেরে। ৫৩ মিনিটে করে ৩-২। যেখানে আরশাদের পাসে মিলন হোসেন কানেক্ট করেন। আর এর পরের মিনিটেই আসে সমতা। পেনাল্টি কর্নার থেকে খোরশেদ ড্র্যাগ অ্যান্ড ফ্লিকে স্কোর করেন ৩-৩।

এরফলে চীনকে হারিয়ে এশিয়া কাপের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ।  সেই সাফল্যে পঞ্চম হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে হচ্ছে স্বাগতিকদের।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই