X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমিরের ‘প্রিয়’ কোহলি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১২:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১২:৫৫

কোহলির সঙ্গে আমির ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথের কথা সবার জানা। দুদলের লড়াই উত্তাপ ছড়ায় ক্রিকেট বিশ্বের সব জায়গায়। যদিও ‘চিরশত্রু’ দল দুটির ক্রিকেটারদের মধ্যে ইদানিং সম্পর্কটাও দেখা যাচ্ছে দারুণ। দিনকয়েক আগে বিরাট কোহলি যেমন প্রশংসার জোয়ারে ভাসিয়েছিলেন মোহাম্মদ আমিরকে। এবার পাকিস্তানি পেসারও তার মুগ্ধতার কথা শোনালেন ভারতীয় অধিনায়ক সম্পর্কে। বর্তমান সময়ে আমিরের সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান কোহলি।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কোহলির সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আমিরের সামনে। ভারতীয় অধিনায়ক নিজেই সেটা জানিয়েছেন ভক্তদের সঙ্গে আলাপচারিতায়। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ‍পাকিস্তানি পেসারের সামনে মোটেও সুবিধা করতে পারেননি তিনি। আউটও হয়েছিলেন আমিরের বলেই। মুখোমুখি লড়াইয়ের ষষ্ঠ সাক্ষাতে ইংল্যান্ডের টুর্নামেন্ট দিয়ে কোহলিকে প্রথমবার আউট করা আমির প্রশংসায় ভাসালেন ভারতীয় ব্যাটসম্যানকে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘বিরাট যে ভালো ব্যাটসম্যান, তাতে কোনও সন্দেহ নেই। এমন একজনের কাছ থেকে প্রশংসা পেলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং নিজের মধ্যে বিশ্বাস জন্মাবে, আমি আরও ভালো করতে পারব।’ সঙ্গে যোগ করলেন, ‘অনেকবারই আমি বলেছি সে সাম্প্রতিক সময়ে আমার প্রিয় ব্যাটসম্যান। সে খুব কঠিন ব্যাটসম্যান, তার সামনে বোলিংয়ে গেলে আপনাকে দিতে হবে কঠিন পরীক্ষা।’

কোহলি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সেটা আমিরেরও খুব ভালো করে জানা। তাই ভারতীয় অধিনায়কের উইকেটের গুরুত্ব বোঝাতে গিয়ে পাকিস্তানি পেসার বললেন, ‘একটা পরিকল্পনাই থাকে, তাকে যত তাড়াতাড়ি আউট করা যায়। রান তাড়া করার ক্ষেত্রে তার সাফল্য খুব ভালো। চাপে থাকা ম্যাচে সে সবসময় ভালো করে, তাই ওকে আগেভাগে আউট করা মানে আপনার ম্যাচের অর্ধেকটা জিতে নেওয়া।’ কথাটা শেষ করে আরেকবার মনে করিয়ে দিলেন, ‘আমার নজরে সে ভীষণ ভালো ক্রিকেটার।’ ক্রিকেট ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি