X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ২১:৪৭আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:৫২

পাকিস্তানের গোলমুখে ভারতের একটি আক্রমণ। ছবি-ফেসবুক পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষটা ভালো হয়নি একদমই। এশিয়া কাপ হকির সুপার ফোরে ভারত ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টানা দ্বিতীয়বারের মতো ভারত ফাইনালে জায়গা করে নিলেও পাকিস্তানের শিরোপা ফিরে পাওয়ার আশা শেষ। তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। সুপার ফোরের তিন ম্যাচ থেকে ভারতের সংগ্রহ সাত পয়েন্ট, আর পাকিস্তানের পয়েন্ট মাত্র এক।

শনিবার রাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে পাকিস্তানের প্রাধান্য ছিল। প্রথম ১৫ মিনিট ভারতের শুটিং সার্কেলে একাধিক আক্রমণ করলেও ভালো ফিনিশারের অভাবে তারা গোলের দেখা পায়নি। এই সময়ে তিনটি পেনাল্টি কর্নার পেলেও ইরফান-আবু মাহমুদরা কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ভারত, যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। ৩৯ মিনিটে সাতবির সিংয়ের কোনাকুনি পুশে এগিয়ে যায় এশিয়া কাপের দুবারের চ্যাম্পিয়নরা।

৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীতের ফ্লিক পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৪৪ মিনিটে সরদার সিংয়ের লম্বা হিটে বিপদ সীমানায় বরুণ কুমার কানেক্ট করলেও ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার আব্বাস মাযহার। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমারের হিট চলে যায় বাইরে।

তিনবার আশাহত ভারত শেষ কোয়ার্টারে চেপে ধরে পাকিস্তানকে। তিনটি গোলই এসেছে শেষ ১৫ মিনিটে। ৫১ থেকে ৫৭ মিনিটের মধ্যে তিনটি গোলের জন্ম। এর আগে দুর্দান্ত খেললেও আব্বাস মাযহার এই সময়ে ছিলেন অসহায়!

৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীতের হিট গোলকিপারের বাঁ দিক দিয়ে চলে যায় পোস্টে। পরের মিনিটেই ললিতের দুর্দান্ত কানেক্টে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। আর ৫৭ মিনিটে আকাশদীপের পাস থেকে গুরজান্ত সিংয়ের জোরালো হিট চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে বড় জয় নিশ্চিত করে আটবারের অলিম্পিক চ্যাম্পিয়নদের। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়