X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতের তৃতীয় নাকি মালয়েশিয়ার প্রথম ট্রফি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১২:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১২:৫২

এশিয়া কাপ হকির ফাইনাল রবিবার। ফয়জাল সারি এখন মালয়েশিয়ার অন্যতম ভরসা। গ্রুপ পর্ব থেকে দলের পয়েন্ট অর্জনে এই খেলোয়াড়ের অবদান অগ্রণীতে। গোল করেছেন হাফ ডজন।  এমনকি শনিবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫৮ মিনিটে গোল করে  দক্ষিণ কোরিয়াকে শুধু স্তব্ধ করে দেননি, মালয়েশিয়াকে প্রথমবারের মতো নিয়ে গেছেন ফাইনালে।  তাই রবিবার বিকাল সাড়ে ৫ টায় প্রথমবারের মতো ট্রফি জয়ের মিশনে নামছে মালয়েশিয়া। ট্রফি জেতার স্বপ্নে বিভোর স্টিফেন  উইজেনের দল।

উল্টো দিকে দুবারের চ্যাম্পিয়ন ভারত। প্রতিরোধ গড়তে তারাও প্রস্তুত। হারমানপ্রীত-চিকতে আকাশরা তৃতীয়বারের মতো ট্রফি নিয়ে দেশে ফিরতে উন্মুখ। অবশ্য পরিসংখ্যানও তাদের পক্ষে। দুদলের সর্বশেষ লড়াইয়ে এগিয়ে ভারত। সুপার ফোরে মুখোমুখিতে ৬-২ গোলে বড় জয়ের রেকর্ড শোর্ড মারিনের দলের। এছাড়া ইতিহাস বলছে ভারতের অন্য আসরের ট্রফিও শো-কেসে কম নেই। আটবার অলিম্পিক চ্যাম্পিয়ন, বিশ্বকাপ একবার, এশিয়ান গেমস তিনবার, আজলান শাহ ট্রফি পাঁচবার ও চ্যাম্পিয়নস ট্রফি দুবার জিতেছে তারা।

সেক্ষেত্রে মালয়েশিয়ার ঘরে আন্তর্জাতিক ট্রফি নেই বললেই চলে। এশিয়া কাপে ২০০৭ সালে তৃতীয় হওয়াটা তাদের বড় সাফল্য। ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপে ১২তম, এছাড়া আজলান শাহ ট্রফি, এশিয়ান গেমসসহ অন্য আসরে তিনের মধ্যে থাকতে পারেনি দলটি। তারপরেও ঢাকার টার্ফে ফাইনাল জয়ের স্বপ্ন তাদের। নিজেদের পারফরম্যান্স দেখিয়ে ট্রফি ঘরে তুলতে চাইছে তারা।

বিপরীতে ভারতের ডাচ কোচ সানমেরিন ফাইনালে প্রতিপক্ষ কে তা নিয়ে চিন্তিত নন। তার লক্ষ্য একটাই- ঢাকা থেকে ট্রফি অর্জন করা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন,‘ ফাইনালে আমাদের প্রতিপক্ষ কে, তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের চিন্তায় শুধু শিরোপা স্বপ্ন।’ 

অধিনায়ক মানপ্রীত সিংও একই ভাষায় কথা বললেন, ‘আমরা কোনও দলের কাছে এখনো হারিনি। এটাই আমাদের বড় রসদ। সুতরাং প্রতিপক্ষ নিয়ে তেমন চিন্তা করছি না। যেই দল আসুক না কেন, ট্রফির জন্য খেলবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!