X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ল্যাথাম-টেলরের ব্যাটে ভারতকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ২২:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:৫০

টেলর ও ল্যাথামের অনবদ্য এক জুটি জয়ের ভিত গড়ে দেয় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু হলো ভারতের। মুম্বাইয়ে তাদের ৬ উইকেটে হারালো নিউজিল্যান্ড। বিরাট কোহলির সেঞ্চুরি বৃথা গেলো টম ল্যাথাম ও রস টেলরের দুর্দান্ত জুটিতে। ভারত ৮ উইকেটে ২৮০ রান করে। জবাবে ৪৯ ওভারে ৪ উইকেটে ২৮৪ রান করে সফরকারীরা। রবিবারের এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড।

মাত্র ২৯ রানে দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে টানা দুই ওভারে ফেরান ট্রেন্ট বোল্ট। শুরুর এমন ধাক্কার আঁচ বেশি লাগেনি ভারতের ব্যাটিংয়ে। কারণ বিরাট কোহলির দারুণ ব্যাটিং।

একা হাতে ভারতকে এগিয়ে নিয়েছেন কোহলি। স্বাগতিকদের ব্যাটিংয়ে সব আলো কেড়েছেন তিনি। অন্য ব্যাটসম্যানরা কেবল মাঝারিমানের কয়েকটি জুটি গড়তে তাকে সঙ্গ দিয়েছেন। অধিনায়কের সঙ্গে দিনেশ কার্তিকের (৩৭) জুটিটাই সর্বোচ্চ, তারা দুজন মিলে যোগ করেন ৭৩ রান। ৫৭ রানের দ্বিতীয় সেরা জুটিতে কোহলির সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি (২৫)।

৩১তম সেঞ্চুরি করলেন কোহলি এক কথায়, অন্য প্রান্তের ব্যাটসম্যানরা বড় কোনও ইনিংস খেলতে পারেননি। ইনিংস শেষ হওয়ার চার বল বাকি থাকতে কোহলি আউট হন টিম সাউদির বলে। ৩১তম সেঞ্চুরি হাঁকানো ভারতীয় অধিনায়ক ১২৫ বলে ৯ চার ও ২ ছয়ে করেন ১২১ রান।

বোল্ট ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। সাউদি পেয়েছেন ৩ উইকেট, তবে সবচেয়ে বেশি খরুচে বোলার ছিলেন তিনি। ১০ ওভারে দিয়েছেন ৭৩ রান।

নিউজিল্যান্ডকে ২৮১ রানের টার্গেট দিয়ে ৮০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয় ভারত। কলিন মুনরো (২৮), কেন উইলিয়ামসন (৬) ও মার্টিন গাপটিলের (৩২) গুরুত্বপূর্ণ উইকটেগুলো পায় স্বাগতিকরা। কিন্তু ভারতীয় বোলারদের এই ধার আর থাকেনি।

চতুর্থ উইকেটে ২০০ রানের দুর্দান্ত এক জুটিতে জয়ের পথ তৈরি করে নেয় কিউইরা, যার কারিগর ছিলেন টম ল্যাথাম ও রস টেলর। অবশ্য জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন টেলর। সেঞ্চুরির আক্ষেপও থেকে যায় তার, ১০০ বলে ৮ চারে ৯৫ রান করেন তিনি।

এশিয়ায় প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন ল্যাথাম তবে টেলরের মতো হতাশায় পুড়তে হয়নি ল্যাথামকে। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান ৯৫ বলে ৮ চার ও ২ ছয়ে পান ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১০২ বলে ১০৩ রানের জয়সূচক ইনিংস খেলে অপরাজিত ছিলেন ল্যাথাম। ৬ বল বাকি রেখে সিরিজে এগিয়ে যাওয়া নিশ্চিত করে সফরকারীরা।

আগামী ২৫ অক্টোবর পুনেতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট