X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রাইজমানি ছাড়াই জাতীয় টেবিল টেনিস!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ২২:৫৯আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২৩:০২

টেবিল টেনিস ফেডারেশনের সংবাদ সম্মেলন জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার ৩৭তম আসর শুরু হবে আগামী মঙ্গলবার। সাউথ ইস্ট ব্যাংকের পৃষ্ঠপাষকতায় প্রায় ১০ লাখ টাকা বাজেটের এই প্রতিযোগিতায়  বিজয়ীদের জন্য কোনও প্রাইজমানি নেই! চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ক্রেস্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

সৈয়দ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও ক্রীড়া সংস্থা থেকে ৪৫টি পুরুষ ও ২০টি নারী দল অংশ নেবে। ১৮০জন পুরুষ ও ৬০জন নারী খেলোয়াড়ের এবার অংশ নেওয়ার কথা। লড়াই হবে পুরুষ একক, দ্বৈত ও দলগত, মহিলা একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দ্বৈতে।

জাতীয় টেবিল টেনিসে এবারই রেকর্ড ৩৮টি জেলা দল অংশ নিচ্ছে। পাশাপাশি থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বিকেএসপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং আনসার ও ভিডিপি দল।

টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর এত দলের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আগে অনেক দলই অন্য জেলার খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতো। কিন্তু এবার আমরা সেটা বন্ধ করেছি। অন্তত একজন খেলোয়াড় হলেও নিজ জেলার হতে হবে। তা না হলে কোনও জেলা অংশ নিতে পারবে না। এই নিয়ম চালু করায় খেলোয়াড়দের অংশগ্রহণও বাড়ছে।’

প্রাইজমানি না থাকা প্রসঙ্গে তার বক্তব্য, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রাইজমানি কখনোই ছিল না। চ্যাম্পিয়ন হওয়াই গর্বের বিষয় খেলোয়াড়দের জন্য। তবে ভবিষ্যতে প্রাইজমানি চালু করা যায় কিনা তা নিয়ে আমরা আলোচনা করবো।’

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়