X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বিসিবি নির্বাচনে এবারও লড়াইয়ের আমেজ নেই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৯:২১আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:২২

বিসিবি নির্বাচনে এবারও লড়াইয়ের আমেজ নেই! দেশের ক্রিকেটাঙ্গনে এখন নির্বাচনের উত্তাপ। আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গত শুক্রবার সদ্যবিদায়ী বোর্ড সভাপতি নাজমুল হাসান প্যানেল ঘোষণা করেছেন। এখনও তার বিরোধী প্যানেল ঘোষণা করেনি কেউ। গতবারের মতো এবারও বেশিরভাগ পরিচালকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। গতবার বিসিবির অধীনস্থ ২৩ পরিচালকের ১৯ জনই নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারও তেমন হবে কিনা জানা যাবে ২৯ অক্টোবর। সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এবার ক্যাটাগরি ২ থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। ঢাকা প্রিমিয়ার লিগের ১৮ জন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে ৪০ জন ক্লাব কাউন্সিলরের ভোটে এই ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাটাগরি ২-এ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ ঢাকার ক্লাবগুলোর ৫৮ জন কাউন্সিলরের অধিকাংশই নাজমুল হাসানের প্যানেলের পক্ষে।

এই ক্যাটাগরি থেকে নাজমুল হাসান সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন গাজী গোলাম মুর্তজা, আহমেদ সাজ্জাদুল আলম, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মনজুর কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়া এবং হানিফ ভুঁইয়া।

তবে অন্য দুই ক্যাটাগরি অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জাতীয় ক্রীড়া পরিষদ, সাবেক ক্রিকেটার, সার্ভিসেস এবং বিশ্ববিদ্যালয়ের কোটায় নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকা বিভাগে পাঁচ থেকে ছয় জনের নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। এই বিভাগে আছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

গতবারের নির্বাচিত পরিচালক নাঈমুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন গোপালগঞ্জ থেকে শেখ ফজলে নাঈম, নরসিংদী থেকে শাহিনুর ইসলাম, মুন্সীগঞ্জ থেকে জুনায়েত হোসেন, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু এবং কিশোরগঞ্জ থেকে আশফাকুল ইসলাম। তবে একটি সূত্রে জানা গেছে, জুনায়েত হোসেন হয়তো মনোনয়নপত্র জমা দেবেন না।

এছাড়া বরিশাল বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন দুজন- বোর্ডের সাবেক পরিচালক এম এ আউয়াল চৌধুরী ভুলু এবং বরগুনা জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলমগীর হোসেন। ২৯ অক্টোবরের মধ্যে দুজনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ৩১ অক্টোবর এই ক্যাটাগরিতে নির্বাচন হবে।

আকরাম খান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আ জ ম নাছির উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), কাজী ইনাম আহমেদ (যশোর জেলা ক্রীড়া সংস্থা), শেখ সোহেল (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা ক্রীড়া সংস্থা) এবং অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এখানে নাজমুল হোসেনের প্যানেলে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

এবার বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের। এর মধ্যে ক্যাটাগরি-১ এ (জেলা ও বিভাগ) ১০ জন, ক্যাটাগরি-২ এ (ক্লাব) ১২ জন এবং ক্যাটাগরি-৩ এ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) একজনকে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন ক্রিকেট বোর্ডে। গতবার এনএসসি থেকে তিনজন পরিচালক এলেও এবার একজন কমানো হয়েছে।

বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ অক্টোবর। ২৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ অক্টোবর প্রার্থীদের আপিল গ্রহণ ও শুনানি এবং ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ সুযোগ। সেদিনই ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর ৩১ অক্টোবর হবে বহুল আলোচিত নির্বাচন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০. ৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০. ৬ ডিগ্রি
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’