X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উসমানের তোপে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ২০:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৩৯

দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে লজ্জায় ডোবান উসমান শ্রীলঙ্কার জন্য শারজাকে অভিশপ্ত মাঠ বললে ভুল হবে না। এই মাঠে চারবার ১০০’র নিচে গুটিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তাদের। সোমবার উসমান খানের তোপে পড়ে পঞ্চমবারের মতো ওই লজ্জায় পড়তে গিয়েছিল লঙ্কানরা। এক পর্যায়ে ৮৫ রানে তারা হারায় ৯ উইকেট। দুষ্মন্ত চামিরা ও বিশ্ব ফার্নান্দো ১৮ রানের জুটি গড়ে সেটা হতে দেননি। তবে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি শ্রীলঙ্কা। ৯ উইকেটে জিতে ওয়ানডে সিরিজ ৫-০ তে এগিয়ে থেকে শেষ করেছে পাকিস্তান।

উসমানের পেসে বিধ্বস্ত শ্রীলঙ্কা ২৬.২ ওভারে অলআউট হয় ১০৩ রানে। মাত্র ২০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান।

ফাহিম আশরাফের শিকার থিসারা পেরেরা টানা তৃতীয় ম্যাচে টস জিতেছিলেন উপুল থারাঙ্গা, নিলেন ব্যাট। কিন্তু ভাগ্য যে বদলাচ্ছে না, প্রমাণ পাওয়া গেছে ইনিংসের প্রথম ওভারে। উসমান তার টানা দুই ওভারে জোড়া আঘাত হানেন। প্রথম ১২ বলেই চার উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার তার পঞ্চম উইকেটটি পান ৩.৩ ওভারে। তার ২১ বলেই বিধ্বস্ত শ্রীলঙ্কার আর ঘুরে দাঁড়াতে পারেনি।

মাত্র ২০ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ব্যাটিং বিপর্যয়ের দিনে পরের জুটিতেই লাহিরু থিরিমান্নে ও সেক্কুগে প্রসন্নর ২৯ রান ছিল সর্বোচ্চ। শ্রীলঙ্কা তাদের শেষ ৫ উইকেট হারায় ৫৪ রানের ব্যবধানে। থিসারা পেরেরা সবচেয়ে বেশি ২৫ রান করেন। থিরিমান্নে ১৯ ও সেক্কুগে ১৬ রান করেন। লঙ্কানদের শেষ ৫ উইকেটের চারটির দুটি করে পেয়েছেন হাসান আলী ও শাদাব খান। উসমান তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, ৭ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৫ উইকেট।

দলকে জেতানোর পথে ইমাম-উল-হকের একটি শট মাত্র ১০৪ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৮৪ রান পায় পাকিস্তান। ফখর জামান ৪৮ রানে আউট হন। ইমাম-উল-হক ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন। অন্য প্রান্তে ৫ রানে খেলছিলেন ফাহিম আশরাফ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস