X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতের টেস্ট দলে ফিরলেন বিজয়

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ২২:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২২:৩৪

মুরালি বিজয় যে শ্রীলঙ্কার বিপক্ষে মিস করেছিলেন টেস্ট সিরিজ, সেই শ্রীলঙ্কার বিপক্ষেই পাঁচ দিনের ক্রিকেটের ফিরলেন মুলারি বিজয়। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন এই ওপেনার। কব্জির চোট কাটিয়ে বিজয়ের ফেরায় কপাল পুড়েছে অভিনব মুকুন্দের। সিরিজের প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে এবারের স্কোয়াডে পরিবর্তন ওই একটিই। ১৬ নভেম্বর কলকাতার ম্যাচ দিয়ে শুরু হওয়া টেস্ট সিরিজের বাকি জায়গাগুলো অপরিবর্তিত। নিষেধাজ্ঞায় পাল্লেকেলে টেস্টে খেলতে না পারা রবীন্দ্র জাদেজা ফিরেছেন দলে। যদিও এই দল ঘোষণার আগে ভারতীয় সংবাদমাধ্যমে শোনা গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বিশ্রাম নিতে যাচ্ছেন বিরাট কোহলি। অবশ্য অধিনায়ককে রেখেই দল ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকরা।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ খবর ছেপেছিল, ডিসেম্বরে ‘ব্যক্তিগত’ কাজে কোহলি ছুটি চাইতে পারেন বোর্ডের কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সময় খেলা থাকায় সিরিজ থেকে তাই বিশ্রামে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিল সংবাদমাধ্যমটি। স্কোয়াডে ভারতীয় অধিনায়ক থাকলেও ছুটির বিষয়টি একেবারে উড়িয়ে দেননি প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ, ‘বিরাট কোহলির বিশ্রাম নিয়ে আমরা অনেক গুঞ্জনই শুনেছি। যদিও কথাটা ঠিক নয়। তবে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে দলে অদলবদলের বিষয়টা মাথায় রাখছি। বিরাটের কাজের চাপের দিকে আমাদের নজর আছে। আইপিএলের পর থেকে বিরতিহীনভাবে খেলে যাচ্ছে ও। তাকে বিশ্রাম দেওয়াটা দরকার, এই বিষয়টা আমরা টেস্ট সিরিজের পর বিবেচনা করব।’ ক্রিকইনফো

প্রথম দুই টেস্টের জন্য ভারতের দল: 

বিরাট কোহলি (অধিনায়ক), মুলারি বিজয়, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!