X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ২৩:৩২আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ০৩:২৫

বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান টস হেরে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতে না পারলেও মাঝের দিকে নিয়ন্ত্রিত বোলিং করেছিল। তাতেও দক্ষিণ আফ্রিকার রানের চাকার গতি কমাতে পারেনি সফরকারীরা। বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টিতে ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে প্রোটিয়ারা সংগ্রহ করেছে ১৯৫ রান।

শুরুতে দুই প্রান্তে আক্রমণে ছিলেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উল্টোদিকে আগ্রাসী ছিল দক্ষিণ আফ্রিকাও। কিন্তু দ্বিতীয় ওভারে মিরাজ আসলে খানিকটা রাশ টেনে ধরেন তিনি। আর এই ওভারের শেষ বলেই আমলাকে বোল্ড করে ফেরান সাজঘরে। এরপর অবশ্য ডি ভিলিয়ার্স নামলে ঝড়ো গতিতে রান তুলতে থাকে প্রোটিয়ারা। ডি কক ও ডি ভিলিয়ার্স মিলে গড়েন ৭৯ রানের জুটি। আর এই জুটিতেই ১০ ওভারে আসে ৯৭ রান। তবে দশম ওভারে ফের আঘাত হানেন স্পিনার মিরাজ। উঠিয়ে মারতে গিয়ে ৪৯ রানে বিদায় নেন ডি ভিলিয়ার্স। এরপর ডি কক করেন হাফসেঞ্চুরি। সাকিবের ওভারে ছক্কা মেরে পূরণ করেন হাফসেঞ্চুরি। আর এই ওভারেই মারতে গিয়ে বাউন্ডারির কাছে ইমরুলের হাতে তালুবন্দী হন জেপি দুমিনি। দ্বিতীয় প্রচেষ্টায় দুর্দান্ত ক্যাচ লুফে নেন ইমরুল। দুমিনি ফেরেন ১৩ রানে। এরপর রুবেলের ১৫তম ওভারে লেগ বিফোরের শিকার হন কুইন্টন ডি কক। রুবেলের ফুলার লেন্থের ডেলিভারিতে অস্বস্তিতে ভুগছিলেন ডি কক। শেষ পর্যন্ত সেই ডেলিভারিতেই এলবিডাব্লিউ হয়ে প্রোটিয়া ওপেনার ফেরেন ৫৯ রানে। ৪৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়। এরপর প্রোটিয়াদের রানের চাকা সচল রেখে ১৯৫ রানের পুঁজি পাইয়ে দেন ডেভিড মিলার (২৫) ও ফারহান বেহারদিয়েন (৩৬)।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও এই ফরম্যাটে ভালো করার লক্ষ্য টাইগারদের। ফাফ দু প্লেসি চোট পেয়ে আগেই ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের নেতৃত্বে রয়েছেন জেপি দুমিনি। প্রোটিয়া দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্কের।

ব্লুমফন্টেইনে এর মধ্য দিয়ে তিন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এগোচ্ছিল দুই অধিনায়কের কাঁধে চড়ে। বৃহস্পতিবার সাকিব আল হাসানের টসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো পা রাখলো ‘তিন অধিনায়কের যুগে’।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ