X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এই ইনিংস মূল্যহীন: সৌম্য

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১২:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১২:১৯

সৌম্য সরকার সৌম্য সরকার জ্বলে উঠলেন অনেকদিন পর। কিন্তু পাশে পেলেন না কাউকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও হারতে হলো বাংলাদেশকে। দারুণ এক ইনিংস খেলার পরও তাই হতাশা লুকালেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।

ইমরুল কায়েসের সঙ্গে উদ্বোধনী জুটিতে নেমেছিলেন সৌম্য। নিজের খোলস ছেড়ে এদিন বেরিয়ে আসেন এই ওপেনার। ১৯৬ রানের লক্ষ্যে ছোটা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তিনি। হেন্ডরিকস, প্যাটারসন ও ফ্রাইলিঙ্ক- তিন বোলারের ওপর চড়াও হন সৌম্য। তার দুর্দান্ত ব্যাটে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান তোলে বাংলাদেশ।

৯.১ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ৯২ রান এনে দেওয়ার পর ফিরতে হয় সৌম্যকে। মাত্র ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন এই ওপেনার। হাফসেঞ্চুরির এই আক্ষেপকে ছাড়িয়ে গেছে দলের জয় না পাওয়ার হতাশা। সংবাদ সম্মেলনে সৌম্য বলেছেন, ‘যদি আমি বড় ইনিংস খেলতে পারতাম এবং দল জিতে যেতো, তাহলে আমি আমার ইনিংস নিয়ে কথা বলতাম। আমি শেষ করতে পারিনি, দলও জিতলো না। এই ইনিংসের কোনও মূল্য নেই।’

শুরুটা দারুণ হয়েছিল মনে করছেন সৌম্য। কিন্তু শেষ ১০ ওভারে সেই পুঁজি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভূমিকা রাখলে ফল অন্য কিছু হতে পারতো জানান সৌম্য, ‘শেষ ১০ ওভারে যদি তিন থেকে ছয় নম্বর ব্যাটসম্যানরা রান করতে পারতো, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হতো।’

ব্লুমফন্টেইনে টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু হলেও সান্ত্বনা যে, টেস্ট ও ওয়ানডের চেয়ে ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশ। দলের সামর্থ্য নিয়ে সৌম্য বলেছেন, ‘তারা আজ (বৃহস্পতিবার) ২০০ রান করলো। আমরা করলাম ১৭৫। অবশ্যই আমাদের সামর্থ্য আছে। যদি মিডল অর্ডার থেকে কিছু রান যোগ হতো, তাহলে আমরা সহজে ম্যাচ জিততাম। আমরা যে ২০০ রান করতে পারি, এই আত্মবিশ্বাস এসে গেছে।’

কিছু না পাওয়ার এই সফরে বাংলাদেশের প্রাপ্তির শেষ সুযোগ আগামী ২৯ অক্টোবর। পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়