X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শীর্ষে থেকেই বিদায় নিলেন হিঙ্গিস

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৭, ১৬:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৬:৩৪

শীর্ষে থেকেই বিদায় নিলেন হিঙ্গিস ক্যারিয়ারে নানা মোড় ছিল কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের। বার বার অবসরে গেলেও আবার ফিরেছেন কোর্টে।  ৩৭ বছর বয়সী সেই হিঙ্গিসই শনিবার তৃতীয়বারের মতো পেশাদার টেনিস থেকে অবসর নিলেন। কিংবদন্তি এই তারকা শেষটা করেছেন কিংবদন্তির মতোই। ডাবলসে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে শীর্ষে থেকে বিদায় নিয়েছেন। আর বিদায়কালে দুই ভারতীয় সঙ্গীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সুইস তারকা।

প্রশংসা করতেই পারেন হিঙ্গিস। কারণ সানিয়া মির্জা ও লিয়েন্ডার পেজকে সঙ্গে নিয়ে সাতটি ডাবলস ও মিক্সড ডাবলসের শিরোপা জিতেছেন। তাই বিদায়কালে সেই দুই সঙ্গীকে নিয়ে হিঙ্গিস বললেন, ‘এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামাটাও সৌভাগ্যের। সানিয়া ছাড়া আমি আবারও টেনিসে ফিরতে পারতাম না। আমরা যখন উইম্বলডনে জিতি, সেটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমি একা এই শিরোপা জিততে পারতাম না।’

তিনি আরও যোগ করেন, ‘একইভাবে লিয়েন্ডারের সঙ্গেও আমার সময়টা দারুণ কেটেছে। এক সঙ্গে চারটি স্ল্যাম জিতেছি।

এই তারকা প্রথমবার অবসর নেন ২০০৩ সালে। ২০০৬ সালে ফিরেছিলেন চোট জর্জর অবস্থা কাটিয়ে। যদিও ডোপ পাপে ফের অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর আবারও ২০১৩ সালে ফিরেছিলেন শুধু ডাবলসে। এবার সেই ডাবল থেকেও অবসর নিলেন।  সিঙ্গেলসে ৫টি গ্র্যান্ড স্লাম জেতা তারকা নব্বইয়ের দশকে অনেকগুলো রেকর্ডই গড়েছিলেন।  সবচেয়ে কম বয়সী তারকা হিসেবে র‌্যাংকিংয়ে হয়েছিলেন এক নম্বর।  এমনকি কম বয়সী থেকেই জিতেছিলেন গ্র্যান্ড স্লাম।  ২২ বছর বয়সেই জিতে ফেলেন ৪০টি সিঙ্গেলস ও ৩৬টি ডাবলস শিরোপা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা