X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ যুব গেমসের লোগো-মাসকট উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২২:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২২:২৮

যুব গেমসের লোগো-মাসকট উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা ‘চলো যাই এক সাথে আজ ঘরের বাহিরে, খেলার মাঠে খেলবো সবাই নূতন জোয়ারে’—এই থিম সংয়ের মূর্চ্ছনায় রবিবার বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে উন্মোচন হয়েছে লোগো এবং মাসকট ‘তেজস্বী’।

অর্থমন্ত্রী এবং বাংলাদেশ যুব গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত লোগো উন্মোচন করেছেন। প্রধান অতিথি হিসেবে তিনি বলেছেন, ‘যুবকদের ভবিষ্যতে উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি করা আমাদের দায়িত্ব। যুব গেমসে অংশগ্রহণের মধ্য দিয়ে যুবকদের প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং তারা দক্ষতা অর্জনে সচেষ্ট হবে।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সভাপতি, যুব গেমসের প্রধান নির্বাহী এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সহ বিওএ’র কর্মকর্তারা।

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মিলনমেলায় শুরুতে ছিল লেজার শো। অনুষ্ঠানে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিবর্তন ও পথচলা নিয়ে একটি তথ্যচিত্র তুলে ধরা হয়। দেশের আটটি বিভাগের স্থানীয় ঐতিহ্যও ফুটিয়ে তোলা হয়।

আগামী ১৮ ডিসেম্বর একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন হবে ৭দিন ব্যাপী জেলা পর্যায়ের বাংলাদেশ যুব গেমস। ১০ দিন ব্যাপী বিভাগীয় পর্যায়ের যুব গেমস শুরু হবে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে। আর মার্চে হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।

অনূর্ধ্ব-১৭ বছরের ক্রীড়াবিদদের এ প্রতিযোগিতার ২১টি ডিসিপ্লিন হলো- ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, কাবাডি, হ্যান্ডবল, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, কারাতে, তায়কোয়ান্দো, কুস্তি, জুডো, উশু, ভারোত্তোলন, বক্সিং, আর্চারি ও দাবা। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!