X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘সাধারণ’ দল নিয়েও আশাবাদী এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৭:৩৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:৩৩

এনামুল হক গত দুই আসর ভালো দল গড়েও শিরোপার দৌড়ে থাকতে পারছে না চিটাগং ভাইকিংস। এবার সেই দলের শক্তি একটু কমে গেছে। তামিম ইকবাল এবার চিটাগং ছেড়ে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, বিদেশি খেলোয়াড়ও তেমন নেই দলটিতে। তারপরও এই দলটি নিয়ে শিরোপার দৌড়ে থাকার আত্মবিশ্বাস এনামুল হকের কণ্ঠে।

বিপিএলের অন্য দলগুলো গত কয়েকদিন ধরে অনুশীলন শুরু করলেও চিটাগং নেমেছে সোমবার। এখনও বিদেশি খেলোয়াড়রা আসেনি। আগামী ২ নভেম্বরের মধ্যে বিদেশি খেলোয়াড়দের সবাই চলে আসবে জানা গেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

প্রথমদিনের অনুশীলন শুরুর আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এনামুল। পুরানো দুঃখ ভুলে গিয়ে এই আসরে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চান তিনি, ‘গত দুইবার খুব ভালো দল নিয়ে আমরা খেলেছিলাম। তারপরও সফলতা আসেনি। এবার অবশ্যই চেষ্টা থাকবে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করার।’

দেশি খেলোয়াড়দের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি চিটাগংয়ে। এনামুলের সঙ্গে সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত আছেন দেশি ক্রিকেটারদের তালিকায়। বিদেশিদের তালিকায় নেই তেমন তারকা ক্রিকেটার- লুক রনকি, লিয়াম ডউসন, জীবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নাজিবউল্লাহ জাদরান, লুইস রিস।

শক্তি-অভিজ্ঞতার বিচারে অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে থাকলেও এই দলটি নিয়ে ভালো খেলার প্রত্যয় ঝরলো এনামুলের কণ্ঠে, ‘প্রত্যাশা আসলে ভালো খেলা। বিপিএল দেশি কিংবা বিদেশি সবার জন্যই দারুণ একটা মঞ্চ। আমার কাছে মনে হয়, এটা একটা ভালো চ্যালেঞ্জ। আমাদের সবার চেষ্টা থাকবে ভালো কিছু করার। সবার দলগত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে আমরা এবার ভালো খেলা উপহার দিতে চাই।’

২০ ওভারের ক্রিকেটে দুই-একজন ভালো খেললেই ফলাফল পক্ষে আনা সম্ভব মনে করেন জাতীয় দলে উপেক্ষিত এই ডানহাতি ব্যাটসম্যান, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে দুই-একজন দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের জন্য কাজ কঠিন হয়ে যায়। আগের দুইবার যেহেতু অনেক ভালো ভালো খেলোয়াড় নিয়ে হয়নি; এবার সাধারণ খেলোয়াড় নিয়েই আমরা লড়াইয়ের চেষ্টা করব।’

অনূর্ধ্ব-১৯ খেলেই বিপিএলের মতো আসরে সুযোগ পান এনামুল। আগের চার আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের। উপভোগের মন্ত্রে দীক্ষিত হয়ে এবারও দারুণ কিছু করতে চান এই তরুণ ওপেনার, ‘আমি অনূর্ধ্ব-১৯ খেলেই বিপিএল খেলেছি। এখানে খেলে খুব মজা পাই, আনন্দ পাই। বিদেশিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা যায়, ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতিও। এবারও আনন্দ নিয়ে খেলতে চাই।’

সবগুলো দলে ভালো মানের বিদেশি ক্রিকেটার যোগ হওয়াতে দেশিদের বেশ চ্যালেঞ্জ নিতে হবে মনে করছেন এনামুল, ‘দেশিদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একেকটা দলে জাতীয় দলের চার পাঁচজন খেলোয়াড় থাকেই। যারা জাতীয় দলে খেলেনি তাদের মধ্যে দুই একজন হয়তো সুযোগ পাবে একাদশে। সবকিছু মিলিয়ে দেশি খেলোয়াড়দের জন্য এবার কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।’

গত আসরে ১৩ ম্যাচে ব্যাট করে এনামুলের রান ছিল ২৫০। এবার তিনি ব্যক্তিগত সফলতার সঙ্গে দলকেও জয় এনে দিতে চান, ‘এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আগের বছর ভালোই খেলেছিলাম, যদিও ফল দলের পক্ষে আসেনি। এবার ভালো কিছু করে দলকে কিছু দিতে পারলে ভালো লাগবে। সবগুলো ম্যাচেই সুযোগ আছে নিজেকে মেলে ধরার।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!