X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব হকি র‌্যাংকিংয়ে বাংলাদেশের চার ধাপ উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:৪১

সুযোগ-সুবিধা কম পেলেও এশিয়া কাপে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। ছবি-ফেসবুক দীর্ঘ ৩২ বছর ঢাকার মাঠে হয়ে গেলো এশিয়া কাপ হকি।  তাতে খেলে ষষ্ঠ স্থান অর্জন করেছিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী চীনকে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে রুখে দেওয়ার পর শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে জিমি-চয়নরা ম্যাচ জিতে নেয়। আর এই ম্যাচ জিতেই লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের।  আন্তর্জাতিক হকি র‌্যাংকিংয়ে (এফআইএইচ ) চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।  

অথচ দীর্ঘদিন ধরে ৩৪ তম স্থানে ছিল বাংলাদেশ। এশিয়া কাপ শেষে এফআইএইচ থেকে সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে মাহবুব হারুনের দল একলাফে উঠে এসেছে ৩০ তম স্থানে।

চার ধাপ উন্নতিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বেশ খুশি।  দলের কোচ মাহবুব হারুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন,‘আমার সময়ে ২০১৩ সালে বিশ্ব হকি লিগ খেলে আসার পর র‌্যাংকিংয়ে বাংলাদেশ ২৯তম হয়েছিল। কিন্তু এরপরে আর সেটি ধরে রাখা যায়নি। এবারও আমরা ভালো অবস্থানে এসেছি। এখন দেখার বিষয় ফেডারেশন কতটুকু কী করতে পারে।’

দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল একইভাবে আনন্দ প্রকাশ করে বলেছেন,‘আমরা যে হকিতে উন্নতি করছি-এটাই তার প্রমাণ। কীভাবে জাতীয় দলকে আরও এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা করতে হবে। যেন র‌্যাংকিংয়ে আরও এগিয়ে ‍যাওয়া যায়।’

ফেডারেশন সদস্য মামুনুর রশীদ অবশ্য বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন,‘ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। এটা ভালো দিক। এখন এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বিশ্ব র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা বর্তমানে শীর্ষে। অস্ট্রেলিয়া ও বেলজিয়াম আছে এরপরেই। বাংলাদেশের কাছে হারলেও চীন আগের সেই ১৭তম স্থান ধরে রেখেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত আছে ষষ্ঠ স্থানে। রানার্সআপ মালয়েশিয়া ১২তম স্থানে। আর তৃতীয় হওয়া পাকিস্তান একধাপ উন্নতি করে রয়েছে ১৩তম স্থানে। দক্ষিণ কোরিয়া একধাপ অবনমিত হয়ে ১৪তম স্থানে জায়গা পেয়েছে। বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ওমান দুইধাপ নিচে নেমে রয়েছে ৩২তম স্থানে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!