X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২৮ নভেম্বর থেকে প্রিমিয়ার হকির দলবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ২১:২২আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:২৪

সভায় বক্তব্য রাখছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। ছবি-তানজীম আহমেদ গত বছরের জানুয়ারিতে প্রিমিয়ার হকি লিগের দলবদল হয়েছিল, আর লিগ শেষ হয়েছিল জুলাইয়ে। এরপর সোয়া এক বছরের বেশি কেটে গেলেও দলবদলই হয়নি। অবশেষে ‘বোধোদয়’ হয়েছে হকি ফেডারেশনের।

মঙ্গলবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক সভা করেছেন প্রিমিয়ারের ১২টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর প্রিমিয়ার  লিগের দলবদলের সিদ্ধান্ত হয়েছে সভায়।

ডিসেম্বরে ক্লাব কাপ, তারপর শুরু হবে লিগ। ফেব্রুয়ারির মাঝামাঝি লিগ শেষ করার পরিকল্পনা ফেডারেশনের, যাতে মার্চে ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্বের প্রস্তুতির জন্য অন্তত দুই সপ্তাহ সময় পাওয়া যায়।

সভায় বর্তমান কমিটির মেয়াদ পূর্তি নিয়েও আলোচনা হয়েছে। ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ আগেই শেষ হয়েছে। এশিয়া কাপ হকির জন্য নির্বাচন স্থগিত ছিল।

ওয়ান্ডারার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব জানতে চেয়েছে, বর্তমান কমিটির মেয়াদ পূর্তি শেষে কমিটি বদল হলে কী হবে? এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘প্রিমিয়ার লিগের দলবদলের সময় বেধে দেওয়া হয়েছে। এর মধ্যেই সব কিছু হবে। ফেডারেশনের কমিটির মেয়াদ শেষ হয়েছে আগেই। এর মধ্যে নতুন কমিটি হলে লিগ হওয়া নিয়ে কোনও সমস্যা দেখছি না। ক্লাবগুলোর কর্মকর্তা কিংবা খেলোয়াড় তো আর বদলে যাবে না। ফেডারেশনে পরিবর্তন এলেও আমি মনে করি না এ নিয়ে কোনও সমস্যা হবে।’

গত ১৪ বছরে মাত্র সাতটি প্রিমিয়ার লিগ হয়েছে। নিয়মিত লিগ না হওয়ার জন্য ক্লাবগুলোকে দায়ী করে আব্দুস সাদেক বলেছেন, ‘নিয়মিত লিগ না হওয়ার দায় ক্লাবগুলো এড়াতে পারবে না। তাদের কারণেই নিয়মিত লিগ হয় না।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা