X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উন্নতি করা বাংলাদেশের সমস্যা গোলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ২০:০৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:০৬

জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড মনে করেন এমনটা এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। স্বাগতিক তাজিকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন ও উজবেকিস্তান হয়েছে রানার্স-আপ। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে তাজিকিস্তান বড় ব্যবধানে হেরে গেলে গ্রুপ রানার্স-আপ হওয়ার সুযোগ থাকতো জাফর-সুফিলদের। কিন্তু উজবেকরা হেরে যাওয়ায় গ্রুপের চিত্রই বদলে যায়।

এরপরও শনিবার রাতে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশ। গ্রুপ পর্ব উৎরাতে না পারলেও স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে ড্র, উজবেকিস্তানের বিপক্ষে শেষ মিনিটে হার আর মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা আছে যে ঝুলিতে। যদিও বাংলাদেশের পারফরম্যান্স আশা জাগানিয়া হলেও দলের টেকনিক্যাল উপদেষ্টা অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ড বিষয়টি দেখছেন অন্যভাবে।

বৃহস্পতিবার তাজিকিস্তান থেকে ওর্ড বলেছেন, ‘এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা উন্নতি করেছে। অভিজ্ঞতা ভালোই হয়েছে। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষ যারা ছিল, তাদের বিপক্ষে খেলে নিজেদের আরও শাণিত করেছে। ট্যাকটিক্যালি আমরা অসাধারণ খেলেছি। মানসিক দিক দিয়েও বেশ উন্নতি দেখা গেছে।’

গত জুনে জাতীয় দলের কোচ হিসেবে এসে ওর্ড শুরুতেই এএফসি অনূর্ধ্ব-২৩ দলের বাছাই পর্ব সামলেছিলেন। কিন্তু সেই দলটি নিয়ে ততটা সন্তুষ্ট ছিলেন না। এরপর অনূর্ধ্ব-১৬ দলের নেপথ্যে ছিলেন। এবার হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা। তিন দলের দায়িত্ব নিয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন এভাবে, ‘আমি তিনটি দলকে কাছ থেকে দেখেছি। শারীরিক ফিটনেসের দিক দিয়ে অনূর্ধ্ব-২৩ দল ভালো অবস্থানে ছিল না। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন তাদের বাজে অবস্থা দেখেছি। তবে অন্য দুটি দলের অবস্থা ভালো ছিল।’

তিন দলকে খুব কাছ থেকে দেখায় সমস্যাগুলোও চোখে পড়েছে ভালোভাবে। সেটা জানাতেও ভুল হলো না এই কোচের, ‘তিন দল নিয়ে কাজ করার পর মনে হয়েছে স্কোরিং সমস্যা রয়েই গেছে। সমস্যাটা জটিলই বলতে পারেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমাদের অনূর্ধ্ব-১৯ দলটি সবদিক দিয়ে উন্নতি করেছে। তবে টেকনিক্যালি ফুটবলে এগিয়ে থাকা দেশগুলো থেকে পিছিয়ে আছি।’

ওর্ড সমস্যা সমাধানে দলগুলোর জন্য বিশেষজ্ঞ কোচ নিয়োগের ওপরও জোর দিয়েছেন। স্ট্রাইকার কোচ নিয়োগেই তার দৃষ্টি, ‘স্ট্রাইকারদের জন্য আলাদা কোচ হলে ভালো হয়। বিশেষায়িত কোচ ফরোয়ার্ড জোন নিয়ে কাজ করবে। কিভাবে ফরোয়ার্ড জোনে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দেওয়া করা যায়, ফিনিশিং ভালো হয়- সেদিকে দৃষ্টি দিতে হবে। এ মূহূর্তে এই পজিশনের অবস্থা বেশ খারাপ। ঘরোয়া ফুটবলেও একই সমস্যা। এর থেকে উত্তরণ প্রয়োজন।’ সঙ্গে যোগ করেছেন, ‘ঢাকায় এসে বাফুফে সভাপতি ও টেকনিক্যাল ডিরেক্টরকে এই বিষয়গুলো নিয়ে বলব। আমার পরিকল্পনা জানাব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা