X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে কাঁদলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৩:৩৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৩:৪০

নেইমারের চোখে জল প্রত্যাশার চাপটা তার ওপর এখন অনেক বেশি। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর পারফরম্যান্স দিয়ে ভক্তদের প্রত্যাশার জবাবটা ভালোভাবেই দিচ্ছেন নেইমার। তবু শান্তিতে নেই তিনি পার্ক দে প্রিন্সেসে। এদিনসন কাভানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর এখন আবার শোনা যাচ্ছে কোচ উনাই এমেরির সঙ্গেও নাকি তার ঝামেলা। ব্রাজিলের জার্সিতে জাপানের বিপক্ষে জেতার পর জাতীয় দলের কোচ তিতে কথা বললেন তার হয়ে। পাশে বসে থাকা নেইমার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, জল নেমে এলো তার চোখ বেয়ে।

ফরাসি এক সংবাদমাধ্যম দিনকয়েক আছে খবর ছেপেছিল, এমেরির কোচিংয়ের ধরন পছন্দ নয় নেইমারের। বিশেষ করে ভিডিও বিশ্লেষণ পর্বটা সবচেয়ে বেশি অপছন্দ তার। নেইমারের নাকি এই সেশনে মনোযোগ থাকে না একেবারেই। পেনাল্টি নিয়ে কাভানির সঙ্গে বিতর্কে জড়ানোর খবরটা পুরনো হতে না হতেই আবার কোচের সঙ্গে ঝামেলায় শিরোনাম হন নেইমার। প্যারিস-জীবনটা তাই কঠিন হয়ে উঠেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য।

চলমান এই ইস্যু নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে নেইমারকে পাশে বসালেন ব্রাজিলিয়ান কোচ তিতে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হয়েছে ফ্রান্সে। তাই সংবাদ সম্মেলনকে বড় মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন তিতে। ‘আপনারা যদি সুযোগ দেন, তাহলে আমি নেইমারের হয়ে কিছু বলতে চাই’- ব্রাজিলিয়ান কোচ শুরুটা করেছিলেন এভাবে। এরপর শিষ্যের হয়ে বললেন, ‘আমরা একসঙ্গে কাজ করছি দেড় বছরের মতো। আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে নেইমারের সঙ্গে আমার সমস্যা আছে। আর কেউ না জানলেও আমি জানি ওর ব্যক্তিত্ব ও চরিত্র সম্পর্কে।’

তিতে যখন কথাগুলো বলছিলেন, পাশে বসা নেইমার তখন তাকিয়ে নির্বাক নয়নে। ব্রাজিলিয়ান কোচ বলতে থাকেন, ‘আমরা কেউ নিখুঁত নই, সবাই আমরা মানুষ। মাঝেমধ্যে আমরা ভুল পথে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করি। আমিও আমার গোটা ক্যারিয়ারে এটা করেছি। তবে আমাদের আসলে সতর্ক হওয়া উচিত যখন আমরা কারও স্বভাব-চরিত্র নিয়ে কথা বলি।’ নেইমার সম্পর্কে তার মূল্যায়ন, ‘আমি অন্তত বলতে পারি নেইমার অনেক বড় মনের মানুষ।’

তিতের কথাগুলো ‍শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি নেইমার। সংবাদ সম্মেলনেই তার চোখ বেয়ে নেমে আসে জল। ফরাসি মিডিয়ায় তার সম্পর্কে লেখা কথাগুলো কতটা কষ্ট দিয়েছে, সংবাদ সম্মেলনে নেইমারের এই অসহায়ত্বের ছবিতেই সব স্পষ্ট। মার্কা, গার্ডিয়ান

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা