X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৪

রাশিয়ায় মেসির অনুশীলন বিশ্বকাপ আসতে এখনও অনেকটা দেরি। আর্জেন্টিনার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে অবশ্য শনিবার থেকেই। আন্তর্জাতিক প্রীতি ফুটবল দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা সব দেশই আসলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তবে আর্জেন্টিনার ব্যাপারটা একেবারে আলাদা। বিশ্বকাপের দেশেই যে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিপক্ষে মস্কোতে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামছে আর্জেন্টিনা।

অথচ বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকার বাছাই পর্বে কঠিন সময় পার করেছে তারা। রাশিয়ায় না যাওয়ার সম্ভাবনাও ছিল তাদের। যদিও শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরিই নিশ্চিত করে বিশ্বকাপের মূল পর্ব। ওই ম্যাচে জাদুকরী হ্যাটট্রিকের পর আবার জাতীয় দলের জার্সিতে নামতে যাচ্ছেন লিওনেল মেসি।

প্রীতি হলেও রাশিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুব গুরুত্বপূর্ণ। একে স্বাগতিক দেশ, এর ওপর আবার বিশ্বকাপের আয়োজক। তাছাড়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে মাঠে পারফরম করাটাও আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের আরও মাস সাতেকের মতো বাকি থাকলেও এই প্রীতি ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনাও গুরুত্ব দিচ্ছে অনেক। এ কারণে ম্যাচের কয়েকদিন আগেই তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পৌঁছে যায় রাশিয়ায়। মেসিও দ্রুত যোগ দেন মস্কোর আর্জেন্টিনা ক্যাম্পে। টানা অনুশীলনের পর আজ (শনিবার) মাঠে নামছে তারা স্বাগতিকদের বিপক্ষে।

রাশিয়ার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। বিশ্বকাপের আয়োজক হওয়ায় খেলতে হয়নি বাছাই পর্ব। প্রীতি ম্যাচ দিয়েই সারতে হচ্ছে তাদের প্রস্তুতি। গত দুই বছর ঘরের মাঠেই খেলেছে বেশিরভাগ ম্যাচ। সেখানে সাফল্য নেই খুব একটা। এ বছরের কনফেডারেশনস কাপে গ্রুপ পর্বই উতরাতে পারেনি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও গ্রুপের পরের দুই ম্যাচ হেরেছে যথাক্রমে পর্তুগাল ও মেক্সিকোর বিপক্ষে।

এবার সামনে আর্জেন্টিনা। যারা আগের ম্যাচেই ইকুয়েডরকে হারিয়ে নিশ্চিত করেছে রাশিয়ার টিকিট। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা