X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আগুয়েরোর গোলে রাশিয়াতে জিতলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ২০:৫৮আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২২:০৪

আগুয়েরোকে অভিনন্দন জানালেন মেসি রাশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বড় ব্যবধানে জিতবে, সমর্থকদের প্রত্যাশা ছিল এমনটা। মস্কোতে যেভাবে রুশদের রক্ষণভাগে হামলে পড়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তাতে বড় জয় পেতেই পারতো তারা। কিন্তু সুযোগ নষ্ট হয়েছে বেশ কয়েকবার। স্বাগতিক গোলরক্ষক ইগোর আকিনফিভও ছিলেন দুর্দান্ত। আর্জেন্টিনাকে রুখেই দিয়েছিল তারা। কিন্তু সের্হিয়ো আগুয়েরো বাঁচালেন গোল করে। গতবারের ফাইনালিস্টরা জিতলো ১-০ গোলে।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। মূল পর্বের টিকিট পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিল শেষ ম্যাচ পর্যন্ত। ইকুয়েডরকে হারিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় তারা। বিশ্বকাপ নিশ্চিতের পর বেশ আগেভাগে প্রস্তুতি শুরু করেছে তারা। যার শুরু হলো শনিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। বিশ্বকাপের ৭ মাস বাকি থাকলেও তাই আয়োজক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল খুব গুরুত্বপূর্ণ। এক সপ্তাহ আগেই দেশটিতে পৌঁছান লিওনেল মেসিরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ গত ৭ দিনে কীভাবে কাটালেন তারা, সেটার প্রমাণ পাওয়া গেলো রুশদের বিপক্ষে।

মেসি পাননি গোলের দেখা ইনজুরির কারণে মাউরো ইকার্দি সরে দাঁড়ানোয় আক্রমণভাগে মেসি ও এদুয়ার্দো সালভিওর সঙ্গে জায়গা পান আগুয়েরো। হোর্হে সাম্পাওলির অধীনে প্রথমবার একাদশে জায়গা পেয়ে তিনি কাটালেন জাতীয় দলের জার্সিতে গোলখরা। ২০১৬ সালের জুনের পর আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করলেন ম্যানসিটির শীর্ষ গোলদাতা। আকিনফিভের কাছে দুইবার প্রতিহত হন আগুয়েরো। তবে ৮৬ মিনিটে তাকে আটকাতে পারেননি রাশিয়ার গোলরক্ষক। মেসির পাসে বাঁপ্রান্ত থেকে দি মারিয়া ডিবক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। আগুয়েরো প্রথম শটে রুশ ডিফেন্ডারের কাছে বাধা পেলেও ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন। 

আগুয়েরোর গোল উদযাপন দ্বিতীয়ার্ধের শুরুতে মেসিকে দিয়ে প্রথম গোল করাতে পারতেন আগুয়েরো। কিন্তু গোল লাইনের মুখ থেকে প্রতিহত হন বার্সেলোনা ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে তো বটেই, আকিনফিভ দুর্দান্ত নৈপুণ্যে দুই অর্ধে ঠেকিয়েছেন আর্জেন্টিনার পাঁচ থেকে ছয়টি আক্রমণ। সফরকারীরাও কয়েকবার সুযোগ হারায় সময়মতো শট না নেওয়ায়। তাদের বড় ব্যবধানে জয় হাতছাড়া হয় অহরহ সুযোগ হাতছাড়ার কারণে। ৯টি শটের মধ্যে লক্ষ্যে তারা নিয়েছিল ৭টি শট। শেষ পর্যন্ত জয় যে পেয়েছে, এটাই আর্জেন্টিনার জন্য স্বস্তির।

আগামী মঙ্গলবার ক্রাসনোদারে নাইজেরিয়ার বিপক্ষে রাশিয়াতে শেষ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া