X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাশিয়া বিশ্বকাপে মরক্কো ও তিউনিশিয়া

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৮:১১

মরক্কোর খেলোয়াড়দের উল্লাস আগামী বছরের বিশ্বকাপে আফ্রিকার কোটা পূরণ হলো শনিবার। নাইজেরিয়া, মিশর ও সেনেগালের পর রাশিয়ায় খেলার টিকিট পেলো মরক্কো ও তিউনিশিয়া। মরক্কোর কাছে হেরে ছিটকে গেছে গত তিনটি বিশ্বকাপ খেলা আইভরি কোস্ট।

আবিদজানে মাত্র এক পয়েন্ট পেছনে থাকা আইভরি কোস্টের মুখোমুখি হয়েছিল মরক্কো। হার এড়ালে বিশ্বকাপের মূল পর্বে; এই সমীকরণ মাথায় নিয়ে প্রতিপক্ষের মাঠে নেমেছিল আরব দেশটি। আধঘণ্টার মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দিরার ও বেনাতিয়ার গোলে জয় পায় মরক্কো। ‘সি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট কাটে তারা। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্ব আসরের প্রতিযোগিতায় নামবে উত্তর আফ্রিকার দেশটি।

এর আগে ১৯৭০, ১৯৮৬, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল মরক্কো। বিশ্ব মঞ্চে সেরা সাফল্য হিসেবে ১৯৮৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল তারা।

এক যুগ পর বিশ্বকাপে তিউনিশিয়া মরক্কোর মতো হার এড়ানোর লক্ষ্য নিয়ে লিবিয়াকে স্বাগত জানিয়েছিল তিউনিশিয়া। তারা অবশ্য জিততে পারেনি। গোলশূন্য ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে মূল পর্ব নিশ্চিত করে দেশটি।

তিউনিশিয়া প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৭৮ সালে। এরপর ১৯৯৮ থেকে ২০০৬ সালে টানা তিনবার বিশ্ব আসরে অংশ নিয়েছিল তারা। চারবারই গ্রুপ পর্বে খেলে বিদায় নেয় তিউনিশিয়া। এক যুগ পর পঞ্চমবার বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতায় ফিরে তারা গ্রুপ পর্বের গেরো কাটাতে পারে কিনা জানতে অপেক্ষা করতে হবে আরও ৭ মাস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!