X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফরাশগঞ্জের জালে ৪ গোল চট্টগ্রাম আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৭, ২২:১৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২২:১৮

ফরাশগঞ্জের গোলমুখে চট্টগ্রাম আবাহনীর একটি আক্রমণ। ছবি-বাফুফে প্রথম পর্ব শেষ করেছিল শীর্ষে থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের শুরুতেও দুর্বার চট্টগ্রাম আবাহনী। সোমবার তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাশগঞ্জকে।

১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর শীর্ষস্থান তাই আরও মজবুত। ঢাকা আবাহনীকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২৫ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে সাইফের পরেই আছে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলের জন্ম। বক্সের একটু বাইরে থেকে জাহিদ হোসেনের বাঁক নেওয়া ফ্রিকিক চলে যায় ফরাশগঞ্জের জালে। পুরোনো ঢাকার দলটি অবশ্য পাঁচ মিনিট পরই সমতা ফেরাতে পারতো। কিন্তু নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউয়ের বাইসাইকেল কিক পোস্টের বাইরে দিয়ে চলে গেলে হতাশ হতে হয় তাদের।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে আক্রমণে ওঠা  লিওনেলকে আটকাতে এগিয়ে আসেন ফরাশগঞ্জের গোলরক্ষক অসীম দাশ। হাইতির এই ফরোয়ার্ড বল বাড়ান তৌহিদুল আলম সবুজের দিকে। ফাঁকা পোস্টে বল পাঠিয়ে স্কোরলাইন ২-০ করেন স্ট্রাইকার সবুজ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে তৃতীয় গোল পেয়ে যায় চট্টগ্রামের দলটি, জাহিদের কর্নার থেকে মনসুর আমিনের হেড জড়িয়ে যায় জালে। ৫৫ মিনিটে মামুনুলের ক্রস থেকে নাইজেরিয়ান অ্যালিসন উডোকার হেড চতুর্থ গোলের আনন্দ এনে দেয় বিজয়ী দলকে।

চার গোল করে উড়তে থাকা চট্টগ্রাম আবাহনী ম্যাচের শেষ দিকে ধাক্কা খেয়েছে একটা। লাল কার্ড দেখেছেন দলটির মিডফিল্ডার সোহানুর রহমান। এরপর স্ট্রাইকার সাখাওয়াত রনি ইনজুরিতে পড়ে মাঠে বাইরে চলে গেলে ৯ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। আগেই তিন জন খেলোয়াড় বদল করে ফেলায় আর কাউকে নামাতে পারেনি শীর্ষে থাকা দলটি। তবু জয় দিয়ে ফিরতি পর্ব শুরু করে আনন্দিত চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটু, ‘লিগের ফিরতি পর্বের প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেয়েছি, এতেই আমি খুশি।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি