X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘বাজি’ ধরেই রিভার্স স্কুপ খেলেছেন জহুরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২১:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:১৫

সেই রিভার্স স্কুপ খেলছেন জহুরুল খুলনা টাইটানসের বিপক্ষে চমৎকার এক শট খেলে এক বল হাতে রেখে ঢাকা ডায়নামাইটসকে জেতালেন জহুরুল ইসলাম। অথচ শেষ ওভারে যখন জেতার জন্য ৬ রান প্রয়োজন, তখন প্রথম দুই বলে শটই নিতে পারেননি তিনি। কিন্তু পঞ্চম বলে চাপহীন থেকে খেললেন রিভার্স স্কুপ, যেটা সচরাচর দেখা যায় না। এমন শট খেলার আগে নিজের কাছে ‘বাজি’ ধরেছিলেন জহুরুল। সেটায় সফল হয়ে ঢাকাকে শীর্ষে তোলায় তার উচ্ছ্বাসের মাত্রা ছিল সবার চেয়ে বেশি।

শেষ ওভারে ২২ গজে জহুরুলের সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন। ৬ বলে ৬ রান এটা আর এমন কী! কিন্তু খুলনার পেসার কার্লোস ব্র্যাথওয়েট প্রথম দুই বলে কোনও রান করতে দিলেন না জহুরুলকে। চতুর্থ বলে মোসাদ্দেক দৌড়ে একটি রান নিয়ে তাকে জায়গা করে দিলেন স্ট্রাইকিংয়ে। নিজেকে সহজ করতে ক্রিজে খানিকক্ষণ হাঁটাহাঁটি করলেন জহুরুল। শেষ ওভারের প্রথম দুটি বল স্কয়াল লেগে খেলতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। এবার তিনি কী করেন, সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত রিভার্স স্কুপ মেরে জয় উদযাপন করলেন।

উল্টো হয়ে স্কুপ করাটা বেশ কঠিন। জহুরুল সেই কাজটাই করেছেন বাজি ধরে। সংবাদ সম্মেলনে জয়ের পথে সেই জয়সূচক শটটির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘প্রথম দুটি বল আমি স্কয়ার লেগ দিয়ে চার মারতে চেয়েছিলাম। কিন্তু ব্র্যাথওয়েটের বল ছিল দ্রুতগতির ও ইয়র্কারগুলো প্রায় নিখুঁত। চার মারার চিন্তা আমার ভুল ছিল। যদি এক রানের চিন্তা করতাম, তাহলে ব্যাটে লাগত। ম্যাচটায় আমি দলকে বিপদে ফেলে দিয়েছিলাম। পরে মনে হয়েছে- যেহেতু দুটি বলে ইয়র্কার করে সফল হয়েছে, আবারও ইয়র্কার করবে। থার্ড ম্যান যেহেতু উপরে, তাই আমি বাজি ধরেছিলাম যে ওইদিকে উল্টো স্কুপ করব। এই চেষ্টা করা ছাড়া আমার মাথায় অন্য কিছু আসেনি। সফল হয়েছি দেখে ভালো লাগছে।’

জাতীয় দলের হয়ে ১৪টি ওয়ানডের পাশাপাশি সাতটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন জহুরুল। ২০১৩ সালের পর কোনও ফরম্যাটে আর জাতীয় দলের হয়ে নামতে পারেননি। তারপরও ঘরোয়া ক্রিকেটে খেলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মঙ্গলবার খুলনার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ৪৫ রান করলেন ৩৯ বলে। দলের বিপদের সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ও এনে দিলেন দলকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের