X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ আবার সিলেটের মুখোমুখি খুলনা

রবিউল ইসলাম
১৫ নভেম্বর ২০১৭, ০৯:০১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৯:০১

সিলেটকে হারানোর প্রত্যয় নিয়ে অনুশীলনে খুলনার ক্রিকেটাররা। ছবি-ফেসবুক হার দিয়ে বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল খুলনা টাইটানস। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ আবার সিলেটের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বেলা ১টায়। গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় চালকের আসনে থেকেও জিততে পারেনি খুলনা, শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ জিতে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে হেরে গেলেও হতাশ হননি খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনে, ‘ঢাকা ভালো দল, তাদের বিপক্ষে আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে। দুই দলের লড়াই দারুণ উপভোগ করেছি।’

চার ম্যাচে দুটি জয় পাওয়া খুলনার প্রতি ম্যাচেই পরিবর্তন আসছে একাদশে। ‘সেরা কম্বিনেশন কেমন হতে পারে?’ প্রশ্নে শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তির জবাব, ‘আমরা আসলে বিভিন্নভাবে সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। এক ম্যাচে ব্র্যাথওয়েট তিন নম্বরে, আরেক ম্যাচে ক্লিঙ্গার তিন নম্বরে ব্যাটিং করেছিল। আজকে ক্লিঙ্গার ওপেন করেছে, আর ট্যাকটিক্যাল কারণে ধীমান ঘোষকে আগে পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত আমরা সেরা কম্বিনেশন খুঁজে বের করতে পারবো।’

জয়ের সুবাস পেয়েও ঢাকার কাছে হেরে হতাশ মাহমুদউল্লাহ। তবে আজ জয়ের প্রত্যয় খুলনা অধিনায়কের কণ্ঠে, ‘এভাবে হার সত্যিই হতাশাজনক। অবশ্য একটি ম্যাচ হারলেই সব শেষ হয়ে যায় না। আমরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবোই।’

অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করা সিলেট সিক্সার্স এখন জয়ের সন্ধানে। টানা দুই ম্যাচ হেরে যাওয়া দলটির অধিনায়ক নাসির হোসেন ঘুরে দাঁড়াতে যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘দুই ম্যাচ হেরে গেলেও আমাদের বিশ্বাস, খুলনাকে হারাতে পারবো। মাঠে পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে হারের বৃত্ত ভাঙতে পারবো আমরা।’

আজ জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার জোরালো সম্ভাবনা খুলনা টাইটানসের। মাহমুদউল্লাহর দল কি পারবে সিলেটকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে?

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী