X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিদেশি লিগে খেলার ব্যাপারে আলোচনার সুযোগ আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৬:১৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৬:৩১

বিদেশি লিগ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনার সুযোগ দেখেন মাশরাফি বিদেশি লিগে খেলার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের চুক্তিভুক্ত যে কেউ বিদেশি লিগে খেলতে চাইলে এখন থেকে সর্বোচ্চ দুটি লিগের জন্য এনওসি বা অনাপত্তি পত্র পাবেন। আর বিসিবির এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাকিব আল হাসান! কেননা তিনি একই সঙ্গে আইপিএল, বিগব্যাশ, পিএসএল ও সিপিএল খেলে থাকেন। নতুন করে বিদেশি লিগে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানেরও চাহিদা বেড়েছে।

ক্রিকেটাররা বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি ক্রিকেটাররা একাত্ম হয়ে নতুন কোন সিদ্ধান্তে যাবেন- বিষয়টি এখনও পরিষ্কার নয়। যদিও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মু্র্তজা মনে করেন এই ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। বুধবার বারিধারায় এক অনুষ্ঠানে মাশরাফি এ প্র্রসঙ্গে জানান, ‘এখন সব ক্রিকেটাররা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আছে। সব ক্রিকেটারের সঙ্গে কথা হয়নি। এখন উত্তর দেওয়া কঠিন। হয়তো আলোচনা করে ঠিক করা যেতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘মাঝে শুনেছি, আন্তর্জাতিকভাবে এ নিয়মটি হতে যাচ্ছে। প্রত্যেকটা দেশের খেলোয়াড়ই দুটির বেশি লিগ খেলতে পারবে না। এটা আগেও শুনেছি। আমাদের দেশেও হচ্ছে। তবে এখনও আলোচনার জায়গা আছে। বিসিবির সঙ্গে কথা বলার পর দলের খেলোয়াড়রা বুঝতে পারবে।’

তবে চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক ক্রিকেটাররা সবাই জাতীয় দলের হয়ে খেলতে উন্মুখ থাকে বলে মনে করেন মাশরাফি, ‘প্রথমত বাংলাদেশ দলে যারা খেলছে তাদের সবার স্বপ্ন থাকে বাংলাদেশ দলের জন্য খেলা। বাংলাদেশের কতজন খেলোয়াড় বাইরে খেলে। হয়তো বা সাকিব খেলে। সাকিব আইপিএল খেলে, মোস্তাফিজ আইপিএল খেলে। আইপিএল ছাড়া সাকিব বেছে বেছে আরও কিছু টুর্নামেন্ট খেলে। আমার কাছে মনে হয় না এটা বড় কোনও সমস্যা। সিদ্ধান্ত আসলে কী হয়েছে সেটা আমি এখনও জানি না।’

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ