X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শেখ জামালের নতুন কোচ রক্সি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৮

রক্সির অধীনে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ভালো মঙ্গলবার হঠাৎ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোসেফ আফুসি, পদত্যাগ করেই লন্ডনে চলে গেছেন এই নাইজেরিয়ান কোচ। তবে নতুন কোচ নিতে সময় নেয়নি পেশাদার ফুটবল লিগের তিনবারের চ্যাম্পিয়নরা।  কোচ হিসেবে শেখ জামাল বেছে নিয়েছে মাহবুব হোসেন রক্সিকে।

৪৭ বছর বয়সী রক্সি এএফসি ‘এ’ লাইসেন্স প্রাপ্ত কোচ। এই প্রথম পেশাদার লিগের কোনও দলের দায়িত্ব পেলেও তার অধীনে ইদানীং তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ভালো। সদ্য সমাপ্ত এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে রক্সির শিষ্যরা মালদ্বীপ আর শ্রীলঙ্কাকে হারিয়েছে, স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং শেষ মুহূর্তের গোলে হেরে গেছে উজবেকিস্তানের কাছে।

রক্সিকে কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আফুসি চলে যাওয়ায় আমাদের কোচের পদ শূন্য হয়ে গেছে। সেই জায়গায় আমরা রক্সিকে চূড়ান্ত করেছি। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে তার অধীনে বাংলাদেশ ভালো খেলেছে। ওই প্রতিযোগিতায় তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দেখে আমরা রক্সিকে নিতে উদ্বুদ্ধ হয়েছি। এ মৌসুমে তার হাতে দল দিয়ে আমরা নির্ভার থাকতে চাই।’

নতুন চ্যালেঞ্জে সাফল্যের ব্যাপারে রক্সি আশাবাদী। জাতীয় দলের সাবেক খেলোয়াড় বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রিমিয়ার লিগে শেখ জামাল ভালো অবস্থায় আছে। দলকে সাফল্য এনে দিতে চাই। আমার দৃষ্টি শিরোপার দিকে।’ 

যদিও নতুন দায়িত্ব শুরু করার আগে একটু ঝামেলা পোহাতে হবে রক্সিকে। আপাতত তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেতনভুক্ত কোচ। অন্য কোথাও কাজ করার জন্য বাফুফের অনাপত্তিপত্র প্রয়োজন। এ বিষয়ে রক্সির বক্তব্য, ‘শেখ জামাল ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে, সেখানেই কাজ করবো। এখন বাফুফে অনুমতি দিলেই হয়। অবশ্য প্রেষণে যে কোনও ক্লাবে কাজ করার সুযোগ আছে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট