X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রংপুর রাইডার্সে যোগ দিলেন ম্যাককালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:৪৬

ম্যাককালামের সঙ্গে কথা বলছেন মাশরাফি, মাঝে থিসারা পেরেরা দুজনই আক্রমণাত্মক ব্যাটসম্যান, টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ। ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামকে তাই এবারের বিপিএলে দলে নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। তবে তিনটি ম্যাচ খেলে ফেললেও দুই বিস্ফোরক ওপেনারকে দেখা যায়নি রংপুরের জার্সিতে। রংপুর-ভক্তদের জন্য সুখবর, বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাককালাম। আর বৃহস্পতিবার সকালে গেইলের যোগ দেওয়ার কথা।

বুধবার সকালে ঢাকায় পা রেখে বিকেলেই মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে চলে আসেন ম্যাককালাম। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানিয়েছেন, বৃহস্পতিবার গেইলকেও অনুশীলনে দেখার জোরালো সম্ভাবনা। দুই ব্যাটিং তারকা আগামী শনিবার জুটি বাঁধতে পারেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেদিন সন্ধ্যা ছয়টায় রংপুরের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

অনুশীলনের আগে ম্যাককালামকে স্বাগত জানানো হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। কিউই ব্যাটসম্যানকে পেয়ে রংপুর দলে ছিল উৎসবের আমেজ। কোচ টম মুডি আর  অধিনায়ক মাশরাফি মুর্তজার সঙ্গে প্রথম দিনেই বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন  ম্যাককালাম। বৃষ্টির জন্য তিনি অবশ্য মাঠে অনুশীলন করতে পারেননি, ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন কিছুক্ষণ।

ম্যাককালামকে স্বাগত জানিয়ে বক্তব্য দিচ্ছেন রংপুরের কোচ টম মুডি ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে গেইল আর ম্যাককালাম খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর এবারের বিপিএলে দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে দেখা যাবে একই দলে।

উপমহাদেশের উইকেটে শুরুতে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন। এটা মেনে নিয়ে রংপুর অধিনায়ক মাশরাফির উপলব্ধি, ‘গেইল আর ম্যাককালাম টি-টোয়েন্টিতে বেস্ট। ওরা কেমন খেলে তার ওপরে আমাদের অনেক কিছু নির্ভর করছে। শুরুটা ভালো করা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের উইকেটে শুরুতে রান করা সহজ নয়।’

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে রংপুর বেশ অস্বস্তিতে এখন। গেইল-ম্যাককালামকে পেয়ে তাদের অবস্থার উন্নতি হয় কিনা, তা দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

ছবি-এম আই মানিক 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’