X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাবাকে গোল উৎসর্গ করলেন উত্তম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২০:৫৬

শেখ রাসেলের গোলের উল্লাস। ছবি-বাফুফে

তিন বছর আগে না ফেরার দেশে চলে গেছেন বাবা। বুধবার ছিল গৌরাঙ্গ বণিকের মৃত্যুবার্ষিকী, ছেলে উত্তম বণিকের চরম দুঃখের এক দিন। আর এদিনই তাকে মাঠে নামতে হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ভালো খেলার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। উত্তমের গোলই তিনটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

এবার ১-০ গোলে জিতলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল শেখ রাসেল। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দলই তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ৪১ মিনিটে বলার মতো একটাই সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু মনির আলমের পাস ডি বক্সের ভেতরে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ক্যামেরুনের ফরোয়ার্ড লিওনেল উইলিয়াম মেকং।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ওঠে শেখ রাসেল। ৫৩ মিনিটে সুযোগও আসে, কিন্তু মোনায়েম খান রাজুর বাড়ানো বল গোলরক্ষকের শরীরে মেরে নষ্ট করেন মিশরের ফরোয়ার্ড জাকি সারহান।

৬৯ মিনিটে অবশ্য হতাশ হতে হয়নি ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ী দলকে। কর্নার থেকে বল আসে রাজুর পায়ে, আর রাজুর সেন্টারে উত্তমের হেডে পরাস্ত হন মুক্তিযোদ্ধার গোলরক্ষক। গোলটা বাবাকে উৎসর্গ করে শেখ রাসেলের জয়ের নায়ক বলেছেন, ‘আজ বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তাই মাঠে নামার আগেই চিন্তা করেছিলাম বিশেষ কিছু করার। আমার একমাত্র গোলে দল জিতেছে, গোলটি বাবাকে উৎসর্গ করছি।’ 

১২ ম্যাচে পঞ্চম জয়ে ১৯ পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেলের অবস্থান পঞ্চম স্থানে। অন্যদিকে মাত্র সাত পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে মুক্তিযোদ্ধা।

বুধবারের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। ২৬ মিনিটে দাওদা সিসের গোলে এগিয়েও জিততে পারেনি রহমতগঞ্জ। ৩৫ মিনিটে কিংসলে এনকুরুমে আর ৪৮ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের লক্ষ্যভেদ আরামবাগকে এনে দিয়েছে মধুর জয়।

১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আরামবাগ নবম স্থানে রয়েছে। এক পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের