X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার সম্মান বাঁচাতে কোচ হবেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৪

আর্জেন্টিনার সম্মান বাঁচাতে কোচ হবেন ম্যারাডোনা হোর্হে সাম্পাওলির ওপর তার ক্ষোভ শুরু থেকেই। বিশ্বকাপ বাছাইয়ে যখন আর্জেন্টিনার বেহাল অবস্থা, তখন ধুয়ে দিয়েছিলেন তিনি দলের প্রধান কোচকে। আবারও সমালোচনার তীর ছুড়লেন ডিয়েগো ম্যারাডোনা। এবার শুধু সমালোচনা নয়, আবারও আলবিসেলেস্তেদের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার ‘সম্মান’ বাঁচাতে আবারও কোচ হতে চান ফুটবল ঈশ্বর।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খেয়েছে বড় ধাক্কা। সুপার ঈগলদের বিপক্ষে ৪-২ গোলে হারের পরই খেপেছেন ম্যারাডোনা। বর্তমান কোচিং স্টাফদের ধুয়ে দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ম্যারাডোনা লিখেছেন, ‘আমি ভীষণ ক্ষুব্ধ, কারণ তারা (কোচিং স্টাফ) আমাদের মান-সম্মান সব শেষ করে দিচ্ছে। যদিও এখানে ছেলেদের (খেলোয়াড়দের) কোনও দোষ নেই।’ এরপরই তিনি দিয়েছেন আর্জেন্টিনার কোচ হিসেবে ফেরার ঘোষণা, ‘আমি ফিরতে চাই।’

সংযুক্ত আরব আমিরাতের আল ফুজাইরাহ ক্লাবের কোচ হিসেবে কাজ করা ফুটবল ঈশ্বর ২০০৮ সালে দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার। ২০১০ সালের বিশ্বকাপেও আলবিসেলেস্তেরা খেলেছে তার অধীনে। দক্ষিণ আফ্রিকার ওই বিশ্বকাপে আর্জেন্টিনা বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে।

দুই বছরের আর্জেন্টিনা ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি ইনস্টাগ্রাম পোস্টে। যেখানে সবশেষ ১১ আর্জেন্টাইন কোচের পরিসংখ্যান তুলে ধরা ম্যারাডোনার সফলতার ভাগ ৭৫ শতাংশ, যা কিনা বিশ্বকাপ জয়ী দুই কোচ চেজার লুই মেনোত্তি ও কার্লোস বিলার্দোর চেয়েও ভালো। সফলতার চিত্র তুলে ধরে ম্যারাডোনা লিখেছেন, ‘সবচেয়ে বেশি জিতেছে কে? এবার আমরা নিজেই ঠিক করে নেই।’

সাফল্যের দিক থেকে এখনকার কোচ সাম্পাওলির পরিসংখ্যানটা খুব একটা সুবিধার নয়। দায়িত্ব নেওয়ার পর তার অধীনে আর্জেন্টিনা আট ম্যাচে জয় পেয়েছে মাত্র চারটিতে। তবে সেটা যদি প্রতিযোগিতামূলক ম্যাচের কথা বলা হয়, তাহলে সাম্পাওলি জিতেছে মাত্র একটিতে। পেরুর বিপক্ষে যে জয়ে বিশ্বকাপ নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া