X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের ৩২ দলের উপাখ্যান

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৭, ১৪:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৪:৪৬

দুয়ারে বাজছে বিশ্বকাপের ঘণ্টা। রাশিয়াতে এই মহাযজ্ঞে কারা লড়বে সেটা চূড়ান্ত হলো বৃহস্পতিবার পেরুর জয়ে। বাছাই পর্বের লড়াই শেষ। রাশিয়ার টিকিট পেলো কোন ৩২ দল, আর কীভাবে? সেটাই বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো:

এএফসি (এশিয়া) বাছাই বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান এশিয়ার বিশ্বকাপ বাছাই তিনটি রাউন্ডে বিভক্ত, সঙ্গে রয়েছে প্লে অফ। প্রথম রাউন্ডে মহাদেশের ৩৫ থেকে ৪৬তম র‌্যাংকিংধারী ১২টি দল দুই লেগে খেলেছে নকআউট। সেখান থেকে ছয়টি জয়ী দল যোগ দিয়েছে দ্বিতীয় রাউন্ডে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল ১ থেকে ৩৪তম র‌্যাংকিংধারী দল। ৪০ দলের এ পর্বে ৫ দলের ৮টি গ্রুপ খেলেছে হোম ও অ্যাওয়ে ম্যাচ। ৮টি গ্রুপের বিজয়ী ও চারটি সেরা রানার্সআপ দল পায় তৃতীয় রাউন্ডের টিকিট, একই সঙ্গে ২০১৯ সালের এশিয়ান কাপে খেলার যোগ্যতা লাভ করে এই ১২ দল।

তৃতীয় রাউন্ডে ১২ দল দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। প্রতি গ্রুপের ছয় দল একে অপরের সঙ্গে দুই লেগে প্লে অফ খেলে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল পেয়ে যায় বিশ্বকাপের টিকিট। আর দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হয় আরেকটি দুই লেগের প্লে অফে। ম্যাচ জয়ী দলটি সুযোগ পায় আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলার, যেখানে দুই লেগের ম্যাচে তার প্রতিদ্বন্দ্বী উত্তর ও মধ্য আমেরিকার (কনকাকাফ) পয়েন্ট টেবিলের চতুর্থ দল। এই ম্যাচ জয়ী দল নিশ্চিত করেছে বিশ্বকাপ।

যারা উঠেছে-

ইরান: তৃতীয় রাউন্ডের গ্রুপ এ জয়ী

দক্ষিণ কোরিয়া: তৃতীয় রাউন্ডের গ্রুপ এ রানার্সআপ

জাপান: তৃতীয় রাউন্ডের গ্রুপ বি জয়ী

সৌদি আরব: তৃতীয় রাউন্ডের গ্রুপ বি রানার্সআপ

অস্ট্রেলিয়া: আন্তঃকনফেডারেশন প্লে অফ জয়ী

সিএএফ (আফ্রিকা) বাছাই

২৮ বছর পর বিশ্বকাপে মিশর আফ্রিকার বিশ্বকাপ বাছাই তিনটি রাউন্ডে বিভক্ত। প্রথম রাউন্ডে র‌্যাংকিংয়ের ২৮ থেকে ৫৩ নম্বরে থাকা মহাদেশের ২৬ দল দুই লেগের নকআউট পর্বে মুখোমুখি হয়। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পায় ১৩ দল। প্রথম রাউন্ডের ১৩ বিজয়ী দল যোগ দেয় ১ থেকে ২৭ নম্বর র‌্যাংকিংয়ে থাকা দলের সঙ্গে। ৪০ দলের এ লড়াইয়ে জয়ী ২০ দল তৃতীয় রাউন্ডে ওঠে। এই শেষ পর্বে ২০ দল চার দলের পাঁচটি গ্রুপে ভাগ হয়ে যায়। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা পায় বিশ্বকাপের টিকিট।

যারা উঠেছে-

নাইজেরিয়া: তৃতীয় রাউন্ডের বি গ্রুপ জয়ী

মিশর: তৃতীয় রাউন্ডের গ্রুপ ই জয়ী

সেনেগাল: তৃতীয় রাউন্ডের গ্রুপ ডি জয়ী

তিউনিশিয়া: তৃতীয় রাউন্ডের গ্রুপ এ জয়ী

মরক্কো: তৃতীয় রাউন্ডের গ্রুপ সি জয়ী

কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) বাছাই

প্রথমবার বিশ্বকাপ খেলবে পানামা এই মহাদেশের বিশ্বকাপ বাছাই পাঁচটি রাউন্ডের, আছে একটি প্লে অফ। ২২ থেকে ৩৫ র‌্যাংকিংধারী ১৪ দল দুই লেগের নকআউটে মুখোমুখি হয়েছিল প্রথম রাউন্ডে, বিজয়ী হয় ৭ দল। দ্বিতীয় রাউন্ডে তারা যোগ দেয় নবম থেকে ২০ নম্বর র‌্যাংকিংধারী ১৩ দলের সঙ্গে। সেখানে আরেকটি দুই লেগের নকআউট খেলে ১০ দল ওঠে তৃতীয় রাউন্ডে। র‌্যাংকিংয়ের সপ্তম ও অষ্টম দলের সঙ্গে তারা যুক্ত হয় এই পর্বে। ১২ দল খেলে আরেকটি দুই লেগের নকআউট। বিজয়ী ছয় দল চতুর্থ রাউন্ডে যোগ দেয় মহাদেশের শীর্ষ ছয় দলের সঙ্গে। ১২ দল ভাগ হয়ে যায় তিনটি গ্রুপে। হোম ও অ্যাওয়ে খেলে প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল ওঠে পঞ্চম রাউন্ডে। ছয়টি দল লিগ পদ্ধতিতে খেলে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল পায় বিশ্বকাপের টিকিট। চতুর্থ দলটি প্লে অফ খেলে এশিয়ান বাছাইয়ের পঞ্চম দলের বিপক্ষে। এই প্লে অফ জেতা দলটি নিশ্চিত করেছে বিশ্ব মঞ্চ।

যারা উঠেছে-

মেক্সিকো: পঞ্চম রাউন্ড প্রথম

কোস্টারিকা: পঞ্চম রাউন্ড দ্বিতীয়

পানামা: পঞ্চম রাউন্ড তৃতীয়

কনমেবল (দক্ষিণ আমেরিকা) বাছাই

শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই কেবল একটি রাউন্ডের। মহাদেশের ১০টি দেশের প্রত্যেকে হোম ও অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়। শীর্ষ চারটি দল পায় মূল পর্বের টিকিট। পঞ্চম দলটি প্লে অফ খেলে ওশেনিয়ার সেরা দলের বিপক্ষে, যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ফিরেছে পেরু।

যারা উঠেছে-

ব্রাজিল: প্রথম

উরুগুয়ে: দ্বিতীয়

আর্জেন্টিনা: তৃতীয়

কলম্বিয়া: চতুর্থ

পেরু: আন্তঃকনফেডারেশন প্লে অফ জয়ী
উয়েফা (ইউরোপ) বাছাই

শিরোপা ধরে রাখার মিশনে এবারও থাকবে জার্মানি প্রাথমিকভাবে ইউরোপের বিশ্বকাপ বাছাই হয়েছে এক রাউন্ডের ও চারটি প্লে অফের। উয়েফার অধিভুক্ত ৫৪টি দেশ (আয়োজক রাশিয়া ছাড়া) ৯টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। প্রতি গ্রুপে ৬টি করে দল মুখোমুখি হয় হোম ও অ্যাওয়ে ম্যাচে। সেখান থেকে গ্রুপের শীর্ষ ৯ দল পায় বিশ্বকাপের টিকিট। পয়েন্টের ভিত্তিতে ৯ রানার্সআপ থেকে সেরা ৮ দলকে বাছাই করা হয়। গ্রুপে অবস্থানের ভিত্তিতে নির্ধারণ করা হয় চারটি প্লে অফের লড়াই। যেখানে দুই লেগ খেলে এগিয়ে থাকা দল পেয়েছে বিশ্বকাপের টিকিট।

যারা উঠেছে-

রাশিয়া: বিশ্বকাপ আয়োজক

ফ্রান্স: গ্রুপ এ জয়ী

পর্তুগাল: গ্রুপ বি জয়ী

জার্মানি: গ্রুপ সি জয়ী

সার্বিয়া: গ্রুপ ডি জয়ী

পোল্যান্ড: গ্রুপ ই জয়ী

ইংল্যান্ড: গ্রুপ এফ জয়ী

স্পেন: গ্রুপ জি জয়ী

বেলজিয়াম: গ্রুপ এইচ জয়ী

আইসল্যান্ড: গ্রুপ আই জয়ী

সুইজারল্যান্ড: প্লে অফ জয়ী

ক্রোয়েশিয়া: প্লে অফ জয়ী

সুইডেন: প্লে অফ জয়ী

ডেনমার্ক: প্লে অফ জয়ী

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া