X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আজ চিটাগং ভাইকিংসের মুখোমুখি খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ০৯:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:১৯

চিটাগংয়ের বিপক্ষে খুলনার ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

ঢাকা পর্বে জয় দিয়ে শুরু করেছিল খুলনা টাইটানস। চিটাগং ভাইকিংসকে ঢাকার প্রথম ম্যাচেই ১৮ রানে হারিয়েছিল মাহমুদউল্লাহর দল। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ আবার চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটানস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বুধবার বৈরী আবহাওয়ার কারণে সিলেটের বিপক্ষে ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে খুলনাকে। শুক্রবারও সেই শঙ্কা থাকছেই। আবহাওয়া রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা প্রকট। সেক্ষেত্রে চিটাগংয়ের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করতে হবে গত আসরে তিন নম্বর হওয়া খুলনাকে। তবে এ নিয়ে খুলনার ক্রিকেটাররা তেমন একটা চিন্তিত নন। অবশ্য সেটাই হওয়ার কথা। কেননা আবহাওয়ার ওপর তো কারও হাত নেই!

পাঁচ ম্যাচে দুটি জয় পাওয়া খুলনার প্রতি ম্যাচেই পরিবর্তন আসছে একাদশে। দুই দিন আগেও খুলনার কোচ এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন। সেরা কম্বিনেশন কেমন হতে পারে?- প্রশ্নে শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তির জবাব, ‘আমরা আসলে বিভিন্নভাবে সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। এক ম্যাচে ব্র্যাথওয়েট তিন নম্বরে, আরেক ম্যাচে ক্লিঙ্গার তিন নম্বরে ব্যাটিং করেছিল। ঢাকার বিপক্ষে ক্লিঙ্গার ওপেন করেছে আর ট্যাকটিক্যাল কারণে ধীমান ঘোষকে আগে পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত আমরা সেরা কম্বিনেশন খুঁজে বের করতে পারবো।’

শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবার অবশ্য অনুশীলন করেনি খুলনা টাইটানস। দিনটা যে যার মতো করে কাটিয়েছেন। বিদেশি খেলোয়াড়দের বেশিরভাগ হোটেলে সময় কাটালেও স্থানীয় খেলোয়াড়দের কেউ কেউ ঘুরে এসেছেন বাসা থেকে। কেউ আবার বের হয়েছিলেন শপিংয়ে। সোজা কথা সবাই যার যার মতো করে স্বাধীনভাবেই কাটিয়েছেন দিনটি। শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচের আগে এই বিশ্রাম হয়তো খুলনাকে মানসিকভাবে আরও চাঙা করবে।

 এর আগে সিলেট সিক্সার্সের বিপক্ষে খুলনার পঞ্চম ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। শুক্রবার সন্ধ্যায় নিজেদের ষষ্ঠ ম্যাচে চিটাগংয়ের মুখোমুখি হবে খুলনা। পয়েন্ট টেবিলে নিজেদের উপরের দিকে নিয়ে যেতে হলে শুক্রবারের ম্যাচটি জেতাটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তারা ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। চিটাগং ভাইকিংসও খুব একটা ভালো জায়গায় নেই। ৫ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!