X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে চমক

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ১০:২১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১০:৩১

পেইন, মার্শ ও ব্যানক্রফট চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম দুটি টেস্টের দল ঘোষণায় বেশ চমক দেখালো অস্ট্রেলিয়া। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা ম্যাট রেনশ, হিলটন কার্টরাইট, অ্যাস্টন অ্যাগার ও গ্লেন ম্যাক্সওয়েল বাদ পড়েছেন। তাদের বদলি হয়েছেন ৭ বছর আগে সর্বশেষ টেস্ট খেলা টিম পেইন ও একটিও টেস্ট না খেলা ক্যামেরন ব্যানক্রফট। দলে আবারও ফেরানো হয়েছে শন মার্শকে। ২৩ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় প্রথম টেস্টে নামার এক সপ্তাহ আগে শুক্রবার ঐতিহাসিক সিরিজের এই দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

১৩ জনের এই গ্রুপে নির্বাচক প্যানেল অন্তর্ভুক্ত করেছেন দক্ষিণ অস্ট্রেলিয়ান সিম ও সুইং বোলার চ্যাড সেয়ার্সকে। এই দলটি সিরিজের জন্য প্রস্তুতি নেবে ব্রিসবেনে।

এই সপ্তাহেই তাসমানিয়ায় ব্যাটসম্যান হিসেবে ওয়েডের সঙ্গে খেলেছেন পেইন। তাই দলের নিয়মিত উইকেটরক্ষককে রেখে ৭ বছরেরও বেশি সময় পর তাকে নেওয়াটা অবাক করেছে।

ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান পেইন তার চার টেস্টের সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১০ সালে বেঙ্গালুরুতে। নির্বাচক সভাপতি ট্রেভর হনস বলেছেন, গ্লাভস হাতে ও ব্যাটিংয়ে অধারাবাহিকতার মাশুল দিতে হয়েছে ওয়েডকে। অন্যদিকে পেইন কেড়েছেন সবার নজর।

ব্যানক্রফট টেস্টে নতুন মুখ। তার আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র একটি টি-টোয়েন্টির। গেল সপ্তাহে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই ওপেনার অপরাজিত ২২৮ রান করেন। হনস জানান, টেস্টে ডাক পাওয়ার পেছনে এই পারফরম্যান্স যথেষ্ট ছিল। সর্বশেষ বাংলাদেশ সফরের দলে না থাকা মার্শকে ফেরানো হয়েছে। গত মার্চে শেষ টেস্টে খেলেছিলেন তিনি ভারতের মাটিতে। 

প্রথম দুই টেস্টে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওন, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড ও চ্যাড সেয়ার্স।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!