X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর প্রতিশোধের আগুনে পুড়লো সিলেটও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩১

দলকে দারুণ শুরু এনে দেন মুমিনুল (ফাইল ফটো) রংপুর রাইডার্সের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল রাজশাহী কিংস। অবশ্য পরের দেখায় মাশরাফি মুর্তজার দলকে হারিয়ে শোধ নিয়েছিল গতবারের ফাইনালিস্টরা। এবার তাদের প্রতিশোধের আগুনে পুড়লো সিলেট সিক্সার্স। ৭ উইকেটে বিপিএলে দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী।

বিপিএলের পঞ্চম আসরে আগের দেখায় রাজশাহীর বিপক্ষে জয়ের স্মৃতি নিয়ে শুক্রবার মাঠে নেমেছিল সিলেট। ওই ম্যাচে এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ ২০৫ রান করে ৩৩ রানে জিতেছিল নাসির হোসেনের দল। কিন্তু দ্বিতীয় সাক্ষাতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৪৬ রান করে তারা। জবাবে মুমিনুল হক ও জাকির হাসানের ব্যাটে ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করে রাজশাহী।

১৪৭ রানের লক্ষ্যে নেমে বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছে রাজশাহী। মুমিনুলের সঙ্গে রনি তালুকদার ৬৫ রানের জুটি গড়ে আউট হন। ২২ বলে ২৪ রান করেন এ ওপেনার। পরের ওভারে সামিত প্যাটেলকে আউট করে জোড়া আঘাত দেয় সিলেট। কিন্তু গুরুতর সমস্যার মধ্যে পড়েনি সিলেট।

জাকিরের সঙ্গে মুমিনুলের ৩১ রানের জুটি সহজ জয়ের পথ দেখায় রাজশাহীকে। ৩৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৪২ রানে মুমিনুল আউট হলে ‍মুশফিকুর রহিমের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান জাকির। ২৬ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে মুশফিকের জুটিটি ছিল ৫৩ রানের।   

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি সিলেটের। উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার সিলেটের মতো ঢাকায় ব্যাটিং জাদু দেখাতে পারেননি। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় রাজশাহী। প্রথম তিন ম্যাচে ফিফটি পাওয়া থারাঙ্গার (১০) আগেই খালি হাতে আউট হন ফ্লেচার।

এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার করেন ৩৭ বলে ৪০ রান, চারটি চার ও দুটি ছয়ে।

শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ্বলে ওঠেন। আগের ৫ ম্যাচে মাত্র ২২ রান করা বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ইনিংস সেরা ৪১ রান করেন। ১টি চার ও ৪টি ছয় এসেছে তার ব্যাটে। টিম ব্রেসন্যানের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন সাব্বির। ব্রেসন্যান ১৭ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।

৫ ম্যাচে দুই জয়ে রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে সাত থেকে ছয়ে উঠে এলো। আর শীর্ষ দল ঢাকার চেয়ে দুই ম্যাচ বেশি খেলে সমান ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিলেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি