X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিসিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:৫২

বিসিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট! স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টটি হতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে। বড় দৈর্ঘ্যের বিসিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এই টুর্নামেন্ট তেমন হবে না। জাতীয় দলের খেলা না থাকার সময় হতে পারে টুর্নামেন্টটি।  

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেছেন, ‘স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের অধীনে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করা হবে, আর এই টুর্নামেন্টে শুধু স্থানীয় ক্রিকেটাররাই অংশ নেবে। টুর্নামেন্টটা আমরা চার কিংবা পাঁচটা দলের মধ্যে সীমাবদ্ধ রাখবো, তবে তা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হবে না। দলগুলোর নাম বিসিএলের মতো সাউথ, ইস্ট, নর্থ, সেন্ট্রাল জোন হতে পারে।’

এবারের বিপিএলে প্রতিটি দল পাঁচজন বিদেশিকে খেলাতে পারছে, তাই স্থানীয় খেলোয়াড়দের সুযোগ কমে গেছে আগের চেয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব জানিয়েছেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মেজাজের সঙ্গে পরিচিত হতে পারবে স্থানীয় ক্রিকেটাররা। বোর্ড সভাপতি এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। বিপিএল শুরু হওয়ার আগেই আমরা টুর্নামেন্টটা আয়োজন করতে চাই। জাতীয় দলের ক্রিকেটাররা যেন খেলতে পারে, সে অনুযায়ী সূচি করা হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা