X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ০১:৫৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০১:৫৯

ম্যাচসেরা রোসোকে পুরস্কার দিচ্ছেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। ছবি-বিসিবি প্রথম ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে জয় পেয়েছিল খুলনা টাইটানস। চতুর্থ ম্যাচে অবশ্য জিততে পারেনি তারা, শেষ ওভারের নাটকীয়তায় হার মেনেছিল ঢাকা ডায়নামাইটসের কাছে। সিলেট সিক্সার্সের বিপক্ষে পঞ্চম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। শুক্রবার ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ের আনন্দে মেতে ওঠা খুলনা এখন বিপিএলের দ্বিতীয় স্থানে। সাফল্যের উচ্ছ্বাসে ভেসে যাওয়া টাইটানসের লক্ষ্য, জয়ের ধারা অব্যাহত রাখা।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয়ে বড় অবদান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রোসোর। ২৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত রোসো সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা এখন দারুণ অবস্থায় আছি। জয়ের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।’

মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে হতাশ, তবে দলের জয়ে অবদান রাখতে পেয়ে খুশি এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘ব্যক্তিগতভাবে আমি হতাশ, ভালো শুরু করেও ম্যাচ শেষ করে আসতে পারিনি। তবে আমার ইনিংসে দল সহজ জয় পেয়েছে বলে ভালো লাগছে।’

উইকেটের প্রশংসা করে রোসো বলেছেন, ‘প্রথম ছয় ওভারে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এ ধরনের উইকেটের সঙ্গে বিদেশি খেলেয়োড়দের মানিয়ে নেওয়া কিছুটা কঠিন। সাধারণত উপমহাদেশের উইকেট যেমন হয়, তার চেয়ে আজকের উইকেট বেশ ভালো ছিল অবশ্য।’

খুলনা টাইটানসের স্থানীয় খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমাদের দলে কয়েকজন দুর্দান্ত স্থানীয় খেলোয়াড় রয়েছে। তাদের কারও কারও আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নেই ঠিকই, কিন্তু তারা দারুণ প্রতিভাবান, ভীষণ পরিশ্রমী, ভালো খেলতে উদগ্রীব। দলে ভালো মানের আন্তর্জাতিক খেলোয়াড় তো আছেই। আর সবার ওপরে কোচ হিসেবে আছেন মাহেলা জয়াবর্ধনের মতো কিংবদন্তি ক্রিকেটার। তাই এবার দলের কম্বিনেশন খুব ভালো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়