X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেইমারের প্রশংসা করে জিদানের অন্য ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১১:৩৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:৩৮

নেইমারের প্রশংসা করে জিদানের অন্য ইঙ্গিত দিনকয়েক ধরেই গুঞ্জনটা উড়ছে স্প্যানিশ মিডিয়ায়। রিয়াল মাদ্রিদ নাকি নেইমারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ থেকে শুরু করে অধিনায়ক সের্হিয়ো রামোসও ইঙ্গিত দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমারের আসার পক্ষে তারা। কোচ জিনেদিন জিদানের কাছেও প্রশ্নটা এলো অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। সেখানে নেইমারের প্রশংসা ঝরল ফরাসি কিংবদন্তির মুখে। একই সঙ্গে নেইমারকে নিয়ে চলমান গুঞ্জনটা একেবারে উড়িয়ে দেননি তিনি।

বার্সেলোনা ছেড়ে গত গ্রীষ্মের দলবদলে নেইমার পাড়ি দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। যদিও প্যারিস জীবনটা খুব একটা স্বস্তিতে কাটছেন না তার। মাঠে দারুণ সময় কাটালেও ফরাসি মিডিয়ার ছোবলে ক্ষতবিক্ষত হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। এর মাঝেই আবার গুঞ্জন ছড়িয়েছে রিয়াল চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য। খবরটা সত্য নাকি মিথ্যা, সেদিকে যাননি জিদান। তবে নেইমার যে তার পছন্দের তালিকার উপরের দিকে আছেন, সেটা বোঝা গেছে এই কথায়, ‘নেইমার ভীষণ ভালো ফুটবলার, এটা সত্য কথা।’

তাহলে বার্নাব্যুতে কি দেখা যাবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে? এখানে রহস্য রেখে দিলেন জিদান, ‘এই ক্লাবে আমি বিশ্বের সেরা সব খেলোয়াড়কে পেয়েছি। আপনার সঙ্গে যে সব খেলোয়াড় আছে, শুধুমাত্র তাদের সঙ্গেই আপনি কাজ করতে পারবেন। আর ভবিষ্যতের কথা, সেটা কে জানে?’

নেইমারের বিষয়টি তার মানে ভবিষ্যতের হাতে তুলে দিলেন জিদান। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে রিয়ালে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেখানে বাড়তি রসদ জোগাচ্ছে নেইমারকে বার্নাব্যুতে আনলে ক্রিস্তিয়ানো রোনালদোর গুরুত্ব কমে যেতে পারে, এই আলোচনায়। জিদান অবশ্য এই ইস্যু নিয়ে কথাই বলতে চাইলেন না, ‘এখানে কোনও বিতর্ক নেই। আমাদের নজরে এখন আজ, এই মুহূর্তের ওপর। কে জানে ভবিষ্যতে কী ঘটবে?’ সঙ্গে যোগ করলেন, ‘যে খেলোয়াড় এখানে খেলে না, তাকে নিয়ে আমি কোনও মতামত দিতে পারব না। আমি তাকে (নেইমার) সম্মান করি, সে খুব ভালো খেলোয়াড়, শুধু এতটুকুই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’