X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাদ্রিদ ডার্বিতে জটিল অঙ্ক

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১৪:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:১৭

মাদ্রিদ ডার্বি নিজেকে গোলমেশিনের চেয়েও বেশি কিছু ভাবেন ক্রিস্তিয়ানো রোনালদো। কথাটা তিনি না বললেও চলতো, তার বর্ণিল ক্যারিয়ারের পরিসংখ্যানই তো প্রমাণ দেয় সবকিছুর। অথচ সেই রোনালদোরই লিগে গোল নেই! চলতি লা লিগা মৌসুমে তার লক্ষ্যভেদ মাত্র একটি।

আন্তোয়ান গ্রিয়েজমান গোলমেশিন না হলেও অ্যাতলেতিকো মাদ্রিদের আক্রমণের মূল হাতিয়ার। সেই তিনিও ভুগছেন গোলখরায়। ২০১৭-১৮ মৌসুমে লা লিগায় তার গোল মাত্র দুটি।

দুই সেরা খেলোয়াড়ের ফর্ম নিয়ে চিন্তিত নয় কোনও পক্ষই। খেলোয়াড়দের নিয়ে চিন্তা না থাকলেও পয়েন্ট টেবিলে চোখ রাখলে কোনও দলেরই নির্ভার থাকার কথা নয়। রিয়াল ও অ্যাতলেতিকো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে যে পিছিয়ে ৮ পয়েন্টে। লা লিগার পথটা আরও কঠিন হয়ে যাচ্ছে তাদের মুখোমুখি লড়াইয়ে। মাদ্রিদ ডার্বির উত্তাপও যেন তাতে বেড়ে যাচ্ছে আরও বেশি। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে অ্যাতলেতিকো-রিয়ালের লড়াইয়ে শিরোপা দৌড় থেকে ছিটকে যেতে পারে মাদ্রিদের কোনও এক দল।

অ্যাতলেতিকোর নতুন স্টেডিয়াম ওয়ান্দার প্রথম মাদ্রিদ ডার্বির আগে মাঠে নামবে বার্সেলোনা। লেহানেসের মাঠ থেকে জিতে ফিরলে মাদ্রিদের ক্লাব দুটির চেয়ে এগিয়ে যাবে ১১ পয়েন্টে। তখন আরও চাপ তৈরি হবে তাদের ওপর। এই মুহূর্তে ১১ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। তাদের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে অ্যাতলেতিকো।

শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে ডার্বিতে জয় ছাড়া অন্য চিন্তা করছে না কোনও দলই। ঘরের মাঠ বলে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় অ্যাতলেতিকো। তাছাড়া সবশেষ মুখোমুখি লড়াই থেকেও আত্মবিশ্বাস খুঁজতে পারে ‘রোজিব্ল্যাঙ্কোস’। এ বছরের মে’তে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছিল অ্যাতলেতিকো। তাতে অবশ্য আটকাতে পারেনি তারা রিয়ালকে। রোনালদোর হ্যাটট্রিকে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় নিশ্চিত করে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনাল। সেখানে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার জেতে শিরোপা।

সেই রিয়ালেরই চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থাকায় অনেকেই শিরোপার সম্ভাবনা শেষ দেখেছেন তাদের। অবশ্য কোচ জিনেদিন জিদান এখনও আশাবাদী, ‘জানি আমরা বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে আছি। তবে এখনও আমরা তাদের ধরে ফেলতে পারি ও চাপ তৈরি করতে পারি।’ সেটা করতে হলে মাদ্রিদ ডার্বি জেতাটা খুব দরকার তাদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শোনা গিয়েছিল চোটের কারণে নাও খেলতে পারেন লুকা মডরিচ ও দানি কারভাহাল। যদিও শুক্রবার জিদান নিশ্চিত করেছেন, ডার্বিতে খেলবেন তারা।

চলতি লিগ মৌসুমে এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি অ্যাতলেতিকো। সেই তাদের মাঠে গিয়েই খেলতে হবে রিয়ালকে। যেখানে পয়েন্ট ছাড়তে রাজি নয় কেউই। আসলে ম্যাচটি যখন মাদ্রিদ ডার্বি, তখন উত্তেজনার জন্য এটুকুই যথেষ্ট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!