X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লুইস-পোলার্ড ঝড়ে ঢাকার রান ২০১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৯

পোলার্ড ২৫ বলে করেছেন ৫২* রান শুরুতেই রাজশাহী কিংসের বোলারদের ওপর ঝড় বইয়ে দিলেন এভিন লুইস-শহীদ আফ্রিদি। উদ্বোধনী জুটিতে তারা ৪.১ ওভারে তোলেন ৫৩ রান। গড়ে দেওয়া ওই ভিতের ওপর দাঁড়িয়ে রানের পাহাড় গড়েছে ঢাকা ডায়নামাইটস। লুইসের পর কিয়েরন পোলার্ডের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে করেছে তারা ২০১ রান।

সুনিল নারিনকে সরিয়ে ঢাকা লুইসের সঙ্গে ওপেনিংয়ে পাঠিয়েছিল আফ্রিদিকে। পাকিস্তানি এই হার্ডহিটার ব্যাটসম্যানের চেয়ে অবশ্য বেশি মারমুখী ছিলেন লুইস। শুরু থেকেই তিনি চড়াও হন রাজশাহীর বোলারদের ওপর। দ্রুত ওপেনিংয়ে ৫০ রানের জুটি গড়ে দুর্দান্ত শুরু এনে দেন তারা ঢাকাকে। ভালো শুরু করেও অবশ্য আফ্রিদি টিকতে পারেননি বেশিক্ষণ। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ৮ বলে ১৫ রান করে।

আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করা জহুরুল ইসলামকেও একইভাবে ফেরান মিরাজ। বোল্ড হওয়ার আগে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৬ বলে করেন ১৩ রান। তারা আউট হলেও ঝোড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন লুইস। হোসেন আলীর বলে আউট হওয়ার আগে ৩৮ বলে ক্যারিবিয়ান ওপেনার খেলেন ৬৫ রানের কার্যকরী ইনিংস, যা সাজিয়েছিলেন ১০ চার ও এক ছক্কায়।

লুইসের আউটের পর ব্যাটিং-ঝড় সচল রাখেন পোলার্ড। মাঝে নাদিফ চৌধুরী (৬) ও সাকিব আল হাসান (১১) দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও কুমার সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে দলের রান বাড়িয়ে নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। শেষ পর্যন্ত পোলার্ড অপরাজিত ছিলেন ৫২ রানে। মাত্র ২৫ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। সাঙ্গাকারা ২২ বলে করেন ২৮ রান।

রাজশাহীর সবচেয়ে সফল বোলার হোসেন আলী। এই পেসার ৪ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন মিরাজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা