X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় আসছেন হাথুরুসিংহে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৮:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৮:২৫

ঢাকায় আসছেন হাথুরুসিংহে! বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঢাকায় ফেরেননি চন্ডিকা হাথুরুসিংহে, চলে যান স্বদেশ শ্রীলঙ্কায়। সেখান থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ। তবে হাথুরুসিংহেকে আরও কিছু দিন কোচ হিসেবে পেতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির আশা, শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডারকে শিগগিরই দেখা যাবে ঢাকার মাটিতে।

আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপর শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। হাথুরুসিংহেকে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত কোচের দায়িত্বে দেখার আশা করছে বিসিবি।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হাথুরুসিংহেকে আমরা অন্তত শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করবো। আমাদের সিইও নিজামউদ্দিন চৌধুরী এরই মধ্যে কথা বলেছেন উনার সঙ্গে। দুই-তিন দিনের মধ্যে ঢাকায় আসতে পারেন হাথুরুসিংহে।’

ঠিক কী কারণে হাথুরুসিহে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা নিয়ে বিসিবি এখনও অন্ধকারে। এ বিষয়ে আকরামের বক্তব্য, ‘আমরা এখনও এ বিষয়ে বিভ্রান্ত।  হাথুরুসিংহে আসার পর তার সঙ্গে কথা বলেই সব কিছু পরিষ্কার হবে। অনেক কথাই শোনা যাচ্ছে। কেউ বলছেন তিনি শ্রীলঙ্কার কোচ হবেন, কেউ বলছেন অস্ট্রেলিয়ায় যাবেন। পারিবারিক সমস্যার কারণে তিনি বাংলাদেশে আসতে চাইছেন না বলেও শোনা যাচ্ছে। আমরা এখন তার আসার অপেক্ষায় আছি।’

হাথুরুসিংহে না এলে শ্রীলঙ্কা সিরিজের আগেই যে মাশরাফি-সাকিবরা নতুন কোচ পাচ্ছেন, তা নিশ্চিত। এ ব্যাপারে আকরাম জানিয়েছেন, ‘হাথুরুসিংহে বিদায় নিলে আমরা ভালো একজন বিদেশি কোচ নিয়ে আসবো। তবে যতদিন নতুন কোচ না আসেন, ততদিন স্থানীয় কোচরাই কাজ চালাবেন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!