X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হ্যান্ড টাইমিং নিয়ে যত দুশ্চিন্তা

তানজীম আহমেদ
১৮ নভেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২১:২৪

হ্যান্ড টাইমিং থেকে পরিত্রাণ চান কোচ-অ্যাথলেটরা অ্যাথলেটিকস ফেডারেশন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। আগামী ২১ ডিসেম্বর ঢাকায় আসছেন এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি দাহলান জুমান আল-হামাদ। পোল ভল্টের কিংবদন্তি সের্গেই বুবকারও আসার কথা ওই সময়। ৪১তম জাতীয় সিনিয়র অ্যাথলেটিকস উপলক্ষ্যে বুবকাকে নিয়ে আসতে চাইছে ফেডারেশন।

কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। ইলেকট্রনিক টাইমিং মেশিন দীর্ঘদিন ধরে অকেজো। দুই অতিথির সামনে হ্যান্ড টাইমিংয়ে জাতীয় প্রতিযোগিতা আয়োজনের চেয়ে লজ্জার আর কী হতে পারে!

অ্যাথলেটিকস ফেডারেশন অবশ্য ইলেকট্রনিক টাইমিং মেশিন ঠিক করার যথাসাধ্য চেষ্টা করছে। শনিবার ফেডারেশন সভাপতি আলী কবির বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ইলেকট্রনিক ফটো ফিনিশিং ডিভাইস অকেজো হয়ে পড়ে আছে। যারা এটা স্থাপন করেছিল, তারা কোনও তথ্য দিতে পারেনি। সেই সময়ের কর্মকর্তারা এখন ক্রীড়া পরিষদেও নেই। আমরা এ বিষয়ে দাহলান সাহেবের কাছে সাহায্য চেয়েছি। তিনি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। চীন থেকে টেকনিশিয়ান আনতে পারলে খরচ কম পড়বে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

২০১০ সালে এসএ গেমস উপলক্ষ্যে এক কোটি ২০ লাখ টাকা খরচ করে বেলজিয়াম থেকে ইলেকট্রনিক টাইমিং মেশিন আনা হয়েছিল। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর আর তা ব্যবহার করা হয়নি।

এ বিষয়ে ফেডারেশন সভাপতির কথা, ‘আমি চাই না বিদেশি অতিথিদের সামনে হ্যান্ড টাইমিংয়ে খেলা হোক। টেকনিশিয়ান দেখলেই বুঝতে পারবেন ইলেকট্রনিক টাইমিং মেশিনের কী সমস্যা।’

জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী সচিব অশোক কুমার বিশ্বাস অসহায়ের মতো বললেন, ‘আমি থাকার সময় এ বিষয়ে কেউ কথা বলেনি। ক্রীড়া পরিষদে এটা ঠিক করার মতো টেকনিশিয়ান নেই বলেই জানি।’  

হ্যান্ড টাইমিং আর চাইছেন না কোচ এবং অ্যাথলেটরা। বিকেএসপির কোচ আব্দুল্লাহ কাফি বলেছেন, ‘স্প্রিন্টে ফটো ফিনিশে ফল নির্ধারিত হতে পারে। তখন ইলেকট্রনিক টাইমার না থাকলে কী করার আছে! হ্যান্ড টাইমিংয়ে দেশে ফল হয় একরকম, কিন্তু দেশের বাইরে অ্যাথলেটদের টাইমিং বেড়ে যায়। এর থেকে আমাদের পরিত্রাণ দরকার।’

দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদেরও দাবি ইলেকট্রনিক টাইমিং, ‘আমার ক্যারিয়ারে মাত্র একবারই ইলেকট্রনিক টাইমারের সুবিধা পেয়েছিলাম। হ্যান্ড টাইমিংয়ে দৌড়ালে সঠিক ফল পাওয়া যায় না।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা