X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিপিএলে বোলার মেহেদীর চমক

রবিউল ইসলাম
১৮ নভেম্বর ২০১৭, ২২:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২২:১০

মেহেদীর দারুণ বোলিং জয়ের পথে এগিয়ে দিয়েছে কুমিল্লাকে। ছবি-বিসিবি ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের সামনে দাঁড়িয়েও অকুতোভয় মেহেদী হাসান। দুই বিধ্বংসী ব্যাটসম্যানের সামনে সাবলীল বোলিং করে নজর কেড়েছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। কে এই মেহেদী হাসান? প্রশ্নটা এখন ক্রিকেটপ্রেমীদের মুখে। শনিবার অফব্রেক বোলিংয়ে চমক দেখালেও তার পরিচয় মূলত ব্যাটসম্যান। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করছেন খুলনা থেকে উঠে আসা এই তরুণ।

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম বলেই গেইলকে ফেরাতে পারতেন মেহেদী। কিন্তু জোরালো এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তার প্রথম দুই ওভারে ম্যাককালাম-গেইল রীতিমতো দিশেহারা! দ্বিতীয় স্পেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন মেহেদী। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই ম্যাককালামকে এগিয়ে আসতে প্রলুব্ধ করেন এবং  তাতে বিপদ পড়েন কিউই ব্যাটসম্যান। স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফেরত যান সাজঘরে।

টি-টোয়েন্টিতে এটাই মেহেদীর প্রথম উইকেট। এক বল বিরতির পর আবার সাফল্য। ওভারের তৃতীয় বলে শাহরিয়ার নাফিস বোল্ড! শেষ ওভারে ৯ রান দিলেও মেহেদীর বোলিং ফিগার দুর্দান্ত, ৪-০-১৫-২। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে বড় অবদানই রেখেছেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সবাইকে চমকে দেওয়া মেহেদীর ক্যারিয়ারে উত্থান-পতন কম নয়। সৌম্য-এনামুলদের সমসাময়িক হলেও তিনি কখনও অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাননি। এনামুল-সৌম্যরা জাতীয় দলেও ঢুকে পড়লেও মেহেদী ছিলেন আড়ালে।

২০১৬-১৭ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো খেলে সবার নজর কাড়েন তিনি, জ্বলে ওঠেন লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেই। মেহেদীর ৮৯ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংসে ভর করে প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর শুরু তার এগিয়ে যাওয়া। কিছু দিন আগে বাংলাদেশ সফর করা আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি ওয়ানডেতে অপরাজিত ছিলেন দুই রানে। আর চার দিনের ম্যাচে ৬ উইকেট শিকারের পাশাপাশি ৩৫ রান করেছিলেন।

৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ২৭৪ রান করেছেন মেহেদী, উইকেট নিয়েছেন ৩২টি। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বরং তার পারফরম্যান্স ভালো। ২২ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি সহ এক হাজার ২০২ রান করেছেন, উইকেট  ২২টি। গত মৌসুমে খুলনার হয়ে মেহেদীর ১৭৭ রানের ইনিংস ভালোই সাড়া ফেলেছিল দেশের ক্রিকেটাঙ্গনে। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া