X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাটলো সুয়ারেসের গোলখরা, জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ২৩:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২৩:১৪

সুয়ারেস জোড়া গোল করে গোলখরা কাটালেন লুই সুয়ারেস গোলপোস্টের সামনে ব্যর্থ হয়েছেন গত কয়েক ম্যাচে। এনিয়ে হতাশায় ডুবে ছিলেন তার ভক্তরা। অবশেষে শনিবার ৪৭৮ মিনিটের গোলখরা কাটালেন তিনি বার্সেলোনার জার্সিতে। তার জোড়া গোলে লা লিগায় ৩-০ তে লেহানেসের মাঠে কঠিন ম্যাচটি সহজে জিতলো কাতালান জায়ান্টরা।

এই জয়ে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্টে দুই নম্বরে ভ্যালেন্সিয়া। বার্সার চেয়ে ১১ পয়েন্ট পেছনে থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে এদিন।

দুই দলের লড়াইয়ে গোলমুখে প্রথম শট নেয় বার্সেলোনা। ৭ মিনিটে ডানদিক থেকে ব্যাকপোস্টে পাকো অ্যালকাসেরের পাস পান সুয়ারেস। তার ডানপায়ের শট ব্যর্থ হয় ডিফেন্ডারদের প্রতিরোধে। ২০ মিনিটে নর্ডিন আম্রাব্যাটের চমৎকার প্রচেষ্টা বার্সার রক্ষণে দাঁড়ানো ইভান রাকিতিচ ও জেরার্দ পিকেকে ফাঁকি দিলেও বল চলে যায় বেশ উঁচু দিয়ে। স্বস্তির নিশ্বাস ফেলে সফরকারীরা। লিওনেল মেসি পান তার প্রথম সুযোগ ২৪ মিনিটে। কিন্তু তার ডানপায়ের শট বাঁক খেয়ে গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ২৬ মিনিটে লক্ষ্যে আরেকটি শট নেয় লেহানেস। আম্রাব্যাটের পাস থেকে গ্র্যাব্রিয়েল পায়ার্সের বাঁপায়ের শট চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে। কয়েকটি পাল্টা আক্রমণের শিকার হওয়া বার্সা স্বস্তিতে ফেরে ২৮ মিনিটে। আলকাসেরের ক্রস থেকে তাদের এগিয়ে দেন সুয়ারেস।

অবশ্য প্রথম গোল খেয়েও হতাশায় ডুবে থাকেনি লেহানেস। স্বাগতিকরা ৩৪ ও ৩৫ মিনিটে দুটি সুযোগ পায়, বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন দুইবারই ঠেকিয়ে দেন আলেক্সান্দার শিমানোভস্কি ও আমব্র্যাটকে। বিরতিতে যাওয়ার ঠিক আগে বার্সার গোলপোস্টের সামনে দাঁড়ানো শিমানোভস্কি সঠিক সময়ে হেড নিতে পারেনি। তাই সমতা ফেরাতে না পারার হতাশা নিয়ে বিরতিতে যায় লেহানেস।  

দ্বিতীয়ার্ধের ম্যাচঘড়ি ৭ মিনিট না পার হতে দারুণ এক সুযোগ আসে লেহানেসের। আমব্র্যাটের চমৎকার পাসে বার্সার রক্ষণভাগকে পেছনে ফেলে বল পান বিয়াভিউ। টের স্টেগেনকে একা পেয়েও সময়মতো শট না নেওয়ায় দলকে সমতায় ফেরাতে পারেননি তিনি। লেহানেস যখন শক্ত করে চেপে ধরেছে কাতালানদের, তখন আবারও সুয়ারেস স্বস্তি ফেরান দলে। আলকাসেরের ভলি স্বাগতিক গোলরক্ষক কুয়েলার ঠেকাতে গিয়ে সরাসরি উরুগুয়ান স্ট্রাইকারের দিকে ঠেলে দেন। ডানপায়ের দুর্দান্ত শটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন সুয়ারেস।

শেষমুহূর্তে মেসির বানানো বলে দলের তৃতীয় গোল করেন পাউলিনিয়ো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ