X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অ্যাতলেতিকোর মাঠে রিয়ালের ড্র

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ০৪:০১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১১:৩৩

এমন বল দখলের লড়াই চলেছে পুরো ম্যাচ জুড়ে লা লিগা মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয়ের মুখ দেখলো না কেউ। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শনিবারের খেলা শেষে সবচেয়ে বড় অর্জন তাই বার্সেলোনার। মাদ্রিদ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তারা ১০ পয়েন্টে ব্যবধান বাড়িয়ে নিয়েছে।

১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর ২৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে রিয়াল ও অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভ্যালেন্সিয়া।

ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথম ডার্বিতে ডিফেন্ডাররা দেখিয়েছে দাপট। কিন্তু এই ধরনের বড় ম্যাচে তিন পয়েন্ট না পাওয়া হতাশ করেছে দুই দলকে। ম্যাচে প্রথম সুযোগ পায় অ্যাতলেতিকো। তিন মিনিটে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানের ভুলে বল পেয়েও গোলপোস্টের পাশ দিয়ে মারেন আনহেল কোরিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ৪৫ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যোগসাজশে বল পেয়েছিলেন টনি ক্রুস, কিন্তু কয়েক ইঞ্চির জন্য জালে জড়ায়নি তার শট।

দ্বিতীয়ার্ধে প্রথম তিন মিনিটে রোনালদো ও লুকা মোডরিচকে ঠেকান অ্যাতলেতিকো ডিফেন্ডাররা। ৫৬ মিনিটে রিয়ালের উপর আক্রমণ চালায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে সাউল নিগুয়েজের শট গোলপোস্টের পাশ দিয়ে যাওয়ায় ওইবার সফল হয়নি তারা। ৭৮ মিনিটে গামেইরোর ডানপায়ের উঁচু শট রিয়াল গোলরক্ষককে টপকে গেলেও গোলমুখের সামনে থেকে ভারানে হেড করে বিপদমুক্ত করেন বল। শেষ মুহূর্তে রোনালদোকে হতাশ হতে হয় আরেকটি সুযোগ নষ্ট হওয়ার কারণে। তাকে শেষবার বাধা দিয়ে সফল হন হের্নান্দেজ।

মাদ্রিদ ডার্বির ড্রর হতাশা আগামী সপ্তাহে কাটাতে হবে দুই দলকে। বার্সার সঙ্গে শিরোপার দৌড়ে টিকে থাকতে লেভান্তে ও মালাগার বিপক্ষে অ্যাতলেতিকো ও রিয়ালের জেতা ছাড়া উপায় নেই।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা