X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইতালি চাইলে কোচ হবেন রানিয়েরি

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২২:২৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:২৮

ইতালি চাইলে কোচ হবেন রানিয়েরি ৬০ বছরে প্রথমবার বিশ্বকাপে খেলতে পারবে না ইতালি। মেনে নিতে পারছে না কেউই। তবে সামনে তো তাকাতে হবেই। তাদের লক্ষ্য ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এজন্য বরখাস্ত কোচ জিয়ান পিয়েরো ভেনতুরার জায়গায় উপযুক্ত কাউকে খুঁজছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। নতুন কোচ হওয়ার তালিকায় আছেন আন্তোনিও কন্তে, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, কার্লো আনচেলত্তি, রবার্তো মানচিনি ও ক্লাউদিও রানিয়েরি। এরই মধ্যে কোচ হতে চান না জানিয়ে দিয়েছেন মানচিনি। তবে রানিয়েরি জানালেন তার ইচ্ছার কথা।

কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আনচেলত্তি ও কন্তে। তবে ইতালি চাইলে সাড়া দিতে চান ফরাসি ক্লাব নঁতের কোচ রানিয়েরি। ২০১৬ সালের ফিফার বর্ষসেরা কোচ বলেছেন, ‘আমি কি ইতালির কোচ হবো? এটা আমাকে ভাবতে হবে। কিন্তু এটা তো কেবল আমার ওপর নির্ভর করছে না। নঁতের সঙ্গে আমার চুক্তি আছে এবং প্রেসিডেন্টের সঙ্গেও আমার কথা বলতে হবে।’

তবে যাকেই দায়িত্ব দেওয়া হোক, সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ৬৬ বছর বয়সী কোচ। ২০১৬ সালে লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো রানিয়েরি বলেছেন, ‘অ্যালেগ্রি, কন্তে ও আনচেলত্তির নাম আমি জানতে পেরেছি। আমি বলব, এখন তাদেরকে সতর্কতার সঙ্গে ভাবতে হবে তারা কী করবে। এই তালিকা থেকে যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন, সে-ই চমৎকার হবে।’

কোচ নিয়োগের ওপর ইতালির উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে না মনে করেন রানিয়েরি। এ সমস্যা কাটাতে তৃণমূলে যেতে হবে জানালেন তিনি, ‘আমি মনে করি ইতালি যে পরিস্থিতির শিকার, সেখানে কোচ হচ্ছে গৌণ। কারণ আমাদের তৃণমূলে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। পাল্টাতে হবে আমাদের। অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের নিয়ে আবার উঠে দাঁড়াব আমরা।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী