X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৯ বছর পর এভাবে জিতলেন দিমিত্রভ!

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১১:০২আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১১:৩৩

এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন দিমিত্রভ রজার ফেদেরারকে চমকে দিয়ে এটিপি ট্যুর ফাইনালসের ফাইনালে উঠেছিলেন ডেভিড গফিন। ১৯টি গ্র্যান্ড স্লাম জয়ীর বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার জিতে পাদপ্রদীপের আলোয় ছিলেন খানিকটা সময়। এবার সেই টুর্নামেন্টের ফাইনালে তাকে হারিয়ে কীর্তি গড়ে শিরোপা ঘরে তুলে নিয়েছেন ষষ্ঠ বাছাই গ্রিগর দিমিত্রভ।  বেলজিয়ান সপ্তম বাছাই গফিনকে লন্ডনের ওটু অ্যারেনায় দিমিত্রভ হারিয়েছেন ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে।

এবারই প্রথম এই টুর্নামেন্টে অভিষেক হয়েছিল দিমিত্রভের। তাই শিরোপা জেতার সঙ্গে সঙ্গে ইতিহাসটাকে নতুন করে লিখলেন লন্ডনে। ১৯৯৮ সালের পর এতদিন এই টুর্নামেন্টে অভিষেকে শিরোপা জেতেনি কেউ!  দিমিত্রভের আগে অভিষেকে মৌসুম শেষের এই টুর্নামেন্ট জিতেছিলেন স্পেনের অ্যালেক্স কোরেটজা। সেই ১৯৯৮ সালের পর এবার সেই রেকর্ড গড়লেন দিমিত্রভ। তাই উচ্ছ্বাসটা এভাবেই প্রকাশ করেন তিনি, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি কী করেছি। এটা সত্যিই অসাধারণ ও অবিশ্বাস্য একটা অর্জন।’ তবে এখানেই থেমে থাকতে চান না তিনি, ‘আমার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমার স্বপ্ন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জেতা। এ জন্যে মুখিয়ে আছি। এখন মনে হচ্ছে আমি সেদিকেই যাচ্ছি।’

জয়ের পর দিমিত্রভ প্রাইজমানি পেয়েছেন ১.৯ মিলিয়ন ইউরো। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৫টি ম্যাচে অপরাজেয় ছিলেন এই বুলগেরিয়ান।

অবশ্য এই টুর্নামেন্টে তারকাদের অনেকেই ছিলেন অনুপস্থিত। ইনজুরিতে অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ ছিলেন বাইরে। বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর রাফায়েল নাদালও ইনজুরির কারণে শুরুর রাউন্ড রবিন ম্যাচ থেকে প্রত্যাহার করে নেন নিজেকে।  এরপর অবশ্য সেমিফাইনালে হেরে বিদায় নেন রজার ফেদেরার।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা