X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হাসান আলীর বোলিংয়ে ১২৮ রানে অলআউট ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৩৮

কুমিল্লার হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন হাসান আলী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সোমবার টসে জিতে ব্যাট করে খুব বেশি পুঁজি পায়নি ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির নেট রান রেট সবার চেয়ে বেশি। সোমবারও ব্যাট করতে নেমে তেমন বার্তাই দিচ্ছিলেন সুনিল নারিন। কিন্তু হাসান আলীর বোলিং তোপে বেশি দূর আর যেতে পারেনি সাকিব আল হাসানের দল। ১৮.৩ ওভারে ১২৮ রানেই গুটিয়ে গেছে ঢাকা।  

অবশ্য আজকের ম্যাচে দুই দলই পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে। আফ্রিদির জায়গায় মোহাম্মদ আমিরকে নিয়েছে ঢাকা। আর কুমিল্লার একাদশে ফিরেছেন হাসান আলী।

ব্যাট করতে নেমে শুরুটা মনের মতো হয়নি ঢাকার। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন পাকিস্তানি পেসার হাসান আলী। একই ওভারে নিয়ে নেন দুই উইকেট। দ্বিতীয় ওভারের শুরুতে ফিরে যান ওপেনার এভিন লুইস। ৭ রানে ব্যাট করতে থাকা এই তারকাকে বোল্ড করেন পাকিস্তানি তারকা হাসান আলী। এক বল পরে একইভাবে বোল্ড করেন মেহেদী মারুফকে। ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ঢাকাকে এরপরে সামাল দেন কুমারা সাঙ্গাকারা ও ওপেনিংয়ে নামা সুনিল নারিন। এই জুটিতে ভর করেই ১৩তম ওভারে শত রান পার করে ঢাকা।

একদিক থেকে মেরে খেলছিলেন নারিন অপর দিকে ধরে খেলছিলেন সাঙ্গাকারা। ২৮ রানে ব্যাট করতে থাকা শ্রীলঙ্কান তারকাকে রান আউটের শিকার করে কুমিল্লা।  তারপরে আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকা নারিনকেও ফেরায় সাউফউদ্দীন।  ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলা এই তারকার দুর্দান্ত ক্যাচ ধরেন তামিম ইকবাল।  তার ৪৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছয়।  নারিনের বিদায়ের পরেই প্রতিরোধ নড়বড়ে হয়ে যায় ঢাকার।  ফেরেন মারকুটে পোলার্ড (১) ও মোসাদ্দেক হোসেন (১)।  পোলার্ড রান আউটে ফিরলেও মোসাদ্দেককে বোল্ড করেন হাসান আলী।  থিতু হতে পারেননি জহুরুল ইসলাম ও অধিনায়ক সাকিব আল হাসানও।  জহুরুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ খান আর ৩ রানে ব্যাট করতে থাকা সাকিবকে বোল্ড করেন সাইফউদ্দীন।  এরপর লেজের দিকটাও ছেঁটে দেন হাসান আলী। বোল্ড করেন মোহাম্মদ সাদ্দাম ও আবু হায়দারকে।

৩.৩ ওভারে ২০ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন হাসান আলী। দুটি নেন সাউফউদ্দীন ও একটি নেন রশিদ খান।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট